default-image

ডিজাইনার বৈশালী এই আসরে নিয়ে এসেছিলেন উৎসবের পোশাকের নানান বাহার। তাঁর আয়োজনে লাল রঙের আধিক্য বেশি চোখে পড়ে। ‘ফিল রোগ’ নামের এই কালেকশনে ছিল গাউনের বৈচিত্র্য। নজর কেড়েছিল তার কর্ড ওয়ার্ক।

default-image

ল্যাকমের আসরে ডিজাইনার উজ্জ্বল দুবের লেবেল ‘অন্তর অগ্নি’ তুলে ধরে আগামী দিনের হাল ফ্যাশনের পোশাক। ছিল পালাজো, পালাজোর সঙ্গে লম্বা ঝুলের জ্যাকেট, একই প্রিন্টের পালাজো আর টপ, গ্যালেন্স প্যান্টসহ আরও নানান ট্রেন্ডি পোশাক। উজ্জ্বল দুবের ডিজাইন করা কালো প্যান্ট, আর ফুলহাতা কালো টপ পরে এই আসরে ঝড় তোলেন দক্ষিণি তারকা শ্রুতি হাসান।

default-image

‘ল্যাকমে ফ্যাশন উইক ২০২২’-এর তৃতীয় দিন অর্থাৎ শুক্রবারের আসর শুরু থেকেই জমজমাট। স্বাতী কাপুর, আর যাযাবরকে দিয়ে এদিনের উৎসব শুরু হয়েছে। আইষা রাও, কাবেরী, রাজদীপ রানাওয়াত ছাড়া আরও অনেক ডিজাইনারের দাপট দেখা গেছে। বলিউডের সবচেয়ে জনপ্রিয় ডিজাইনার মনীষ মালহোত্রাও অংশ নিয়েছেন এবার।

default-image
জীবনযাপন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন