শেষ হলো বিইউবিটির বিজ্ঞানবিষয়ক সম্মেলন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) আয়োজিত ‘দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড কনটেম্পোরারি টেকনোলজিস (আইসিএসসিটি) ’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইট্রিপলই) বাংলাদেশ সেকশন, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় অনলাইনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে কীভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়, সেটিই প্রাধান্য পেয়েছে এই আয়োজনে। প্রায় ২০টি দেশের দুই শ’র বেশি গবেষক সম্মেলনে অংশ নেন।

গতকাল বিকেল ৫টায় অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী পর্বে যুক্ত হন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘বাংলাদেশকে ডিজিটাল করার জন্য আমাদের আরও উদ্ভাবন ও নতুন ধারণার প্রয়োজন। আশা করি গবেষক ও বিজ্ঞানীরা আন্তরিকভাবে দেশের জন্য কাজ করবেন।’ আইসিএসসিটির প্রধান পৃষ্ঠপোষক এবং বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক সফিক আহম্মেদ সিদ্দিক এ সময় সম্মেলনে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে বিইউবিটির উপাচার্য মো. ফৈয়াজ খান বলেন, ‘আমরা এই আন্তর্জাতিক সম্মেলনের সব প্রযুক্তিগত সেশন সফলভাবে সম্পন্ন করেছি। ভার্চ্যুয়ালি সম্মেলনে অংশগ্রহণ এবং গবেষণা প্রবন্ধ পেশ করার জন্য আমি গবেষকদের আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি এগুলো ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পে ব্যবহার করা সম্ভব হবে।’

সমাপনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন আইসিএসসিটির টেকনিক্যাল প্রোগ্রাম চেয়ার আহমেদ সাবের। তিনি জানান, ২০টি দেশ থেকে ৩৩৪টি গবেষণা প্রবন্ধ গ্রহণ করা হয়েছে। আহমেদ সাবের বলেন, ‘গবেষণা প্রবন্ধগুলো পিয়ার রিভিউ করে ১২৬টি প্রবন্ধ উপস্থাপনার জন্য এবং পরবর্তীতে আইট্রিপলই ডিজিটাল লাইব্রেরিতে আপলোড করার জন্য নির্বাচন করা হয়েছে।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, অধ্যাপক, সরকারি কর্মকর্তা এবং বিইউবিটির শিক্ষক ও কর্মকর্তারা অধিবেশনে অংশ নেন।

৫ আগস্ট উদ্বোধনী অধিবেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী দীপু মনি।