সাফল্যের সাতকাহন

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

নিজের সম্পর্কে ভালোভাবে জানতে হবে। অর্থাৎ নিজের যোগ্যতা ও উন্নয়নের দিকগুলো চিহ্নিত করা জরুরি। এমন পেশা নেওয়া উচিত, যা উপভোগ্য হবে। 
লেখাপড়া শেষ করার আগেই চাকরির বাজারে নিজের সম্ভাবনা যাচাই করা প্রয়োজন। এ ক্ষেত্রে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে হবে এবং বিভিন্ন খাতে চাকরির সম্ভাবনা ও আনুষঙ্গিক তথ্য সম্পর্কে অবগত থাকতে হবে। নিজের যোগ্যতার ওপর ভিত্তি করে সঠিক কাজ ও পছন্দের প্রতিষ্ঠান বেছে নিতে হবে।
চাই দীর্ঘমেয়াদি সঠিক পরিকল্পনা। এই লক্ষ্য অর্জনের জন্য ঠিক করতে হবে স্বল্পমেয়াদি লক্ষ্য অর্থাৎ আগামী এক-দু বছরের পরিকল্পনা। স্বল্প মেয়াদের ছোট ছোট জয়ই আপনাকে সামনের দিকে এগিয়ে নেবে। এ ক্ষেত্রে সম্ভাব্য বাধার কথা মাথায় রেখে পরিকল্পনা তৈরি করা উচিত।
ক্যারিয়ারে সাফল্যের জন্য দরকার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা। পেশার এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সম্পর্ক রেখে এগুলো অর্জনে সক্রিয় থাকতে হবে। মনে রাখা দরকার, লার্নিং বা শেখার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া, যা চলবে জীবনভর।
কাজের বিষয়ে সাধারণ জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নেতৃত্বের যোগ্যতা অর্জন করা দরকার, যা ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যাবে। নিজের রুটিন কাজের বাইরে বিভিন্ন প্রজেক্ট বা সমন্বয়মূলক দলগত কাজে অংশগ্রহণ করার যেকোনো সুযোগ কাজে লাগানো উচিত।
সাফল্যের জন্য ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স বজায় রাখতে হবে। এ জন্য বছরে প্রথম থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোনো উচিত। পাশাপাশি এই অর্জনে কোনোভাবেই যাতে নৈতিক মূল্যবোধকে বিসর্জন দেওয়া না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে।
সবশেষে সাফল্যের জন্য দরকার জয়ের তীব্র আকাঙ্ক্ষা।
পরামর্শ দিয়েছেন: এম জুলফিকার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ও মুখ্য পরামর্শক, গ্রো এন এক্সেল