পড়তে পারেন হংকংয়ের বিশ্ববিদ্যালয়ে
বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে স্নাতকোত্তরের জন্য আবেদন গ্রহণ করছে হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি (এইচকেবিইউ)। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর ২০২২ ইনটেকের জন্য মেধার ভিত্তিতে বৃত্তি দেবে এইচকেবিইউ স্কুল অব বিজনেস। বৃত্তির আওতায় পুরো টিউশন ফিও মওকুফ হতে পারে। এ বছর ৩৯টি দেশের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। তালিকায় বাংলাদেশের নামও আছে। বৃত্তির আওতায় শিক্ষার্থীরা এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
যদি অ্যাকচুয়ারি হতে চান
বাংলাদেশে প্রয়োজনীয়সংখ্যক অ্যাকচুয়ারি তৈরির লক্ষ্যে বৃত্তি দিচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অ্যাকচুয়ারিয়াল সায়েন্স গণিত ও পরিসংখ্যাননির্ভর একটি বিষয়। বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ নানা ক্ষেত্রে অ্যাকচুয়ারিরা কাজ করেন। এই পেশাজীবীরা অর্থনৈতিক ঝুঁকি ও ক্ষতির আশঙ্কা কমানোর পাশাপাশি ব্যবসা বাড়ানোর প্রক্রিয়া খুঁজে বের করেন। উচ্চশিক্ষার জন্য যাঁরা অ্যাকচুয়ারিয়াল সায়েন্স বিষয়ে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর করতে চান, তাঁদের বৃত্তি দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের সিটি, ইউনিভার্সিটি অব লন্ডনের বায়েস বিজনেস স্কুলে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির যোগ্যতাসম্পন্ন এবং অনূর্ধ্ব ৪০ বছর বয়সী প্রার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। www.fid.gov.bd এবং www.idra.org.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্রের ফরম ডাউনলোড করা যাবে। আবেদন করতে হবে ৩০ জুনের মধ্যে।