দুই সাজে ঈদের সকাল

ঈদের দিন সকালের সাজ হতে হবে স্নিগ্ধ

ঈদের দিন সকালের সাজ–পোশাক হালকা হলেই ভালোমডেল: জেরিন জারা, পোশাক: সেইলর, সাজ : শোভন মেকওভার, ছবি: সুমন ইউসুফ

ঈদের সকালটা ফুরফুরে মনে শুরু করতে চান সবাই। দুই বছরের করোনা আবহের পর আবার উৎসবের আমেজে ফিরছে ঈদ, তাই সাজেও থাকবে উৎসবের আভাস। তবে সকালের সাজে প্রাধান্য পাবে স্নিগ্ধ ও শুভ্র সৌন্দর্য।

মুখে বেশি ফাউন্ডেশন ব্যবহার না করে কনসিলারে দাগ ঢেকে দেওয়া যায়। টেনে বা তুলে নিজেই বাঁধা যায়, এমন চুলের সাজই ভালো, জানালেন কসমোটোলজিস্ট ও শোভন মেকওভার বিউটি ক্লিনিক অ্যান্ড মেকওভার স্যালনের স্বত্বাধিকারী শোভন সাহা।

সাজ এক

চোখের ক্লান্তি ও ফোলা ভাব কমাতে প্রাকৃতিক রঙের আইশ্যাডো ব্যবহার করতে পারেন
মডেল: জেরিন জারা, পোশাক: সেইলর, সাজ : শোভন মেকওভার, ছবি: সুমন ইউসুফ

ঈদের দিন সাধারণত ঘুম থেকে জলদিই ওঠা হয়। তবে রাতে কাজের ব্যস্ততা থাকলে সকালে চেহারায় তার প্রভাব থাকে। তাই হালকা মেকআপ করলেও দূর করতে হবে ক্লান্তির ছাপ। প্রথমেই ময়েশ্চারাইজার দিয়ে পরে প্রাইমার ব্যবহার করে নিন। এবার আপনার ত্বকের টোন বুঝে ফাউন্ডেশন দিতে হবে। চেহারায় চোখা ভাব আর সকালের সতেজতা—দুই ধরে রাখতে ফাউন্ডেশনের ওপর হালকা কনট্যুর করতে হবে। কনট্যুরের জায়গাগুলো আবার কনসিলার দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর ফিক্স পাউডার দিয়ে মেকআপ ঠিক করে নিতে হবে। শেষে সকালের সতেজ ভাব আনতে একটি গ্লো পাউডার ব্যবহার করতে পারেন।

চোখের ক্লান্তি ও ফোলা ভাব কমাতে একেবারেই প্রাকৃতিক আইশ্যাডো ব্যবহার করার পরামর্শ দিয়েছেন শোভন সাহা। হালকা বাদামি ও গোলাপি আইশ্যাডো প্রথমে হাতে মিশিয়ে পরে চোখে ব্যবহার করতে হবে। চোখের নিচের কালো ভাব কমাতে ব্যবহার করতে পারেন হালকা গোলাপি আইশ্যাডো। এবার চোখে পরে নিন পাতলা আইল্যাশ আর মাসকারা। ভুরু কালো পেনসিলে গাঢ় করে না এঁকে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক রঙের শেড। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিকে আসবে প্রাকৃতিক আভা। চুল নিচের দিকে কোঁকড়া করে ছেড়ে রাখতে পারেন।

সালোয়ার–কামিজ, কুর্তা ধরনের কাপড়ের সঙ্গে এই সাজ মানাবে ভালো।

সাজ দুই

চুল খোলাও রাখতে পারেন
মডেল: জেরিন জারা, পোশাক: সেইলর, সাজ : শোভন মেকওভার, ছবি: সুমন ইউসুফ

সকালের সাজ হতে পারে কিছুটা গোছানো ও গাঢ়। চোখের কোনা কালো স্মোকি করে নিতে পারেন। সামনের অংশে রুপালি, সোনালি ধরনের হালকা শিমারি আইশ্যাডো দিতে পারেন আর চিকন আইলাইনার ও মাসকারা। ঠোঁটে একটু গাঢ় গোলাপি ম্যাট লিপস্টিক ভালো লাগবে। চুল বাঁধুন সাধারণভাবে। এক পাশ থেকে টেনে কানের পাশে আটকে রাখতে পারেন। চাইলে চুলের নিচের দিকেও কিছুটা কোঁকড়া করা যায়।