নোটিশ বোর্ড

নোটিশ বোর্ডে থাকছে রেস্তোরার আয়োজনের খোঁজ–খবর

মাচানে নাশতার আয়োজন

বুফে নাশতার আয়োজন

সকালের নাশতার বিশেষ আয়োজন করেছে রাজধানীর মাচান রেস্টুরেন্ট। গুলশানের শাহজাদপুরের লেক ড্রাইভ রোডের এই রেস্তোরাঁয় ‘ভয়াবহ বুফে ব্রেকফাস্ট’ নামে এই আয়োজন থাকছে প্রতি শুক্র ও শনিবার। মাচানের স্বত্বাধিকারী তাসমিয়া আহমেদ বলেন, নান্দনিক পরিবেশে সকালের নাস্তা উপভোগ করার ভাবনা থেকে এই আয়োজন করা হয়েছে।

বুফে নাশতায় থাকবে বিফ নেহারি, চিকেন স্টু, বিফ ব্রেইন মাসালা, চিকেন গিলা-কলিজা ভুনা, লুচি, আলুর দম, মুগডাল ভুনা, পাঁচমিশালি সবজি, বাসি পোলাও, ভুনা খিচুড়ি, বাটার নান, লাচ্ছা পরোটা, সুজির হালুয়া, দই মধু ও যেমন খুশি তেমন ডিমসহ মোট ১৫টির বেশি পদ। বুফে নাশতার দাম ৩৬৫ টাকা (১০ বছরের কম বয়সীদের জন্য ২০০ টাকা)।

দ্য ফুড স্টোর অ্যাপ

দ্য ফুড স্টোর নামে একটি অ্যাপ চালু হয়েছে। এই অ্যাপের মাধ৵মে নিজেদের এবং অন্য রেস্তোরাঁর খাবার সরবরাহ করা হবে। খাবারসংক্রান্ত যেকোনো সেবাও দেওয়া হবে। এর নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন রয়েছে, যার মাধ্যমে খাবারের অর্ডার করা যাবে

বিশেষ ছাড়

বড় পর্দায় টি-২০ বিশ্বকাপের খেলা দেখার আয়োজন করেছে রেইনি রুফ রেস্টুরেন্ট। এ ছাড়া খেলা চলাকালে সব ধরনের কাবাবে পাবেন ১৫ শতাংশ ছাড়।