ভ্রমণে সাজের অনুষঙ্গ

সাজসজ্জার কিছু উপকরণ ভ্রমণের সময়ে সঙ্গে রাখা ভালো
মডেল: মিম, ছবি: সুমন ইউসুফ

মনে সজীব-সতেজ ভাব এনে দেয় ভ্রমণ। শীতকাল আসছে। এ সময় অনেকেই ঘুরে বেড়ান। করোনাকালে বিধিনিষেধের কারণে দীর্ঘদিন পর এখন অনেকেই বেড়াতে যাচ্ছেন। একা ঘুরতে যান বা দলেবলে, সঙ্গে থাকা ব্যাগটি গুছিয়ে নিতে হবে ঠিকঠাক। ভ্রমণে যাওয়ার আগে ব্যাগে কিছু অনুষঙ্গ রাখা ভালো। হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো বলেছিলেন, হাসিই হতে পারে একজন নারীর সবচেয়ে সুন্দর মেকআপ। তারপরও ত্বকে সজীব ভাব আনতে প্রয়োজন হতে পারে মেকআপের। প্রকৃতির কাছাকাছি গেলে খুব বেশি ভারী মেকআপও মানানসই নয়। তাই বেরিয়ে পড়ার আগে মেকআপ নিতে হবে বুঝেশুনে।

সাজসজ্জার এমন উপকরণ ভ্রমণের সময়ে সঙ্গে রাখাতে পারেন

ঘুরতে গেলে প্রসাধনসামগ্রী নিতে হবে দুই ভাগে ভাগ করে। আমাদের ত্বকের নিয়মিত যত্নে যে ধরনের প্রসাধনী প্রয়োজন, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। সে ক্ষেত্রে ব্যাগটি নিতে হবে এমন, যেখানে দুই ধরনের মেকআপই ভিন্নভাবে বহন করতে পারবেন। ত্বকের নিয়মিত যত্নের নিয়মে পরিবর্তন না আনাই ভালো, পরামর্শ দিলেন ল্যাভিস বুটিক স্যালনের রূপবিশেষজ্ঞ সুমাইয়া মৌসিনীন। প্রয়োজনীয় ময়েশ্চারাইজার, সিরাম, ফেসওয়াশ, সানস্ক্রিন, লিপবাম—এগুলো সময় থাকতেই গুছিয়ে নিন। সহজে বহনের জন্য ছোট বাক্সও কিনে নিতে পারেন।

দেশের মধ্যে বা বাইরে, যেখানেই যাওয়া হোক না কেন, মেকআপ ব্যবহারের পদ্ধতি হতে হবে আধুনিক। তাই মেকআপ বেছে নিতে হবে এমন, যা কয়েকভাবে ব্যবহার করা যায়। মেকআপ যতখানি সম্ভব ন্যুড বা প্রাকৃতিক রাখা ভালো—মতামত সুমাইয়া মৌসিনীনের। প্রাকৃতিক মেকআপের জন্য দরকার হালকা স্টিক ফাউন্ডেশন, যা সহজেই ত্বকের সঙ্গে মিশে যাবে এবং ময়েশ্চারাইজার ও প্রাইমার হিসেবেও কাজ করবে। এ ধরনের ফাউন্ডেশন মেশাতেও বাড়তি ব্রাশ নেওয়ার দরকার পড়বে না। হাত দিয়ে মিশিয়ে নিতে পারবেন। অনেক সময় ভ্রমণে ত্বক শুষ্ক হয়ে পড়ে, তখন ক্রিম-জাতীয় ফাউন্ডেশন ভালো কাজ করে।

কনট্যুরিং প্যালেট নিলে মেকআপ নেওয়ার ঝামেলা কমে যেতে পারে। ভ্রু আঁকা, চোখের আইশ্যাডো করা যাবে কনট্যুরিং প্যালেট দিয়ে। পুরো সাজের জন্য একটি ব্রাশ রাখলেই যথেষ্ট। এ ছাড়া কাজল আর মাসকারা দিয়েই সম্পূর্ণ করা যাবে চোখের সাজ।

যাত্রাপথে ঠোঁটের সাজের জন্য গাঢ় লিপস্টিক ব্যবহার না করাই ভালো। সে ক্ষেত্রে একটি বা দুটি ন্যুড লিপস্টিক সঙ্গে রাখতে পারেন। যেহেতু এখন মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, তাই হালকা রঙের লিপস্টিক মুছে গেলেও বারবার ব্যবহার করা যায়। ঠোঁট আঁকার জন্য ন্যুড পেনসিলও দরকার পড়বে। ব্লাশঅনের জন্য বাড়তি কিছু না নিয়ে ন্যুড লিপস্টিক দিয়েই সাজ সেরে ফেলা যায়।

মেকআপ করার পর কোনোভাবেই সেটি ত্বকে রেখে ঘুমানো যাবে না। প্রয়োজন হবে মেকআপ রিমুভার। কিন্তু সে ক্ষেত্রেও সহজে বহন করা যাবে, এমন কিছুই চিন্তা করতে হবে। ভ্রমণে গেলে তাই মেকআপ তোলার জন্য তুলা বা ওয়াইপস সঙ্গে রাখতে পারেন।