অস্কারে সবচেয়ে বাজে পোশাকগুলো কারা পরেছিলেন

একনজরে দেখে নেওয়া যাক সদ্য শেষ হওয়া আলোচিত-সমালোচিত অস্কারের লালগালিচার সবচেয়ে আজগুবি পোশাকে তারকাদের লুক।
১ / ১৫
জাডা পিঙ্কেট স্মিথের এই গাঢ় সবুজ ফ্রকটি নাকি রেড কার্পেটের সবচেয়ে বেশি জায়গা নিয়েছে! পেছনের ট্রেনের দরকার ছিল না বলে রায় দিয়েছে ভোগ, কসমোপলিটানসহ বেশ কয়েকটি ফ্যাশন ম্যাগাজিন
ছবি: রয়টার্স
২ / ১৫
ফ্যাশনেবল হিসেবে এমনিতে ট্রেসি এলিস রসের নামডাক আছে। তবে অস্কারের লালগালিচায় ৪৯ বছর বয়সী মার্কিন অভিনেত্রী ডিজনির কোনো কার্টুন চরিত্রের অনুপ্রেরণায় পোশাকটি বানিয়েছেন কি না, কে জানে! কসমোপলিটানের মতে, ‘কান দুটি’ হয়েছে সবচেয়ে ‘অদ্ভুত’
ছবি: রয়টার্স
৩ / ১৫
এটাই নরওয়ের অভিনেত্রী রেনে রেনসভির প্রথম অস্কারে আসা। লুই ভুতোঁর যে পোশাকটি তিনি পরেছেন, সেটাকে সবচেয়ে উদ্ভট লুকের পোশাকের তালিকায় রেখেছে একাধিক ফ্যাশন ম্যাগাজিন। ফ্রি উপদেশ দিতে গিয়ে এটাও বলা হচ্ছে যে একগাদা টাকা খরচ করে কেবল ব্র্যান্ডের পোশাক দেখে কিনলেই হবে না, সেটা মানানসই কি না, সেটাও দেখতে হবে। দরকারে সেটা দেখভালের জন্য ম্যানেজার রাখতে হবে
ছবি: রয়টার্স
৪ / ১৫
২৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিনেতা কোডি স্মিট-ম্যাকফির স্যুটটা নাকি মোটেও মানায়নি। আর এর চেয়ে বেশি সমালোচিত হয়েছে তাঁর জুতাজোড়া
ছবি: রয়টার্স
৫ / ১৫
বিশ্বাস করুন বা না-ই করুন, ফ্যাশন আইকন জেন্ডায়াও চলে এসেছেন এই তালিকায়। তাঁর টপ আর স্কার্ট—আলাদা আলাদাভাবে দুটিই খুব সুন্দর। কিন্তু এই দুটি একসঙ্গে নাকি ‘মোটেও যায়নি’। তাঁকে একটু সাবধানে পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে
ছবি: রয়টার্স
৬ / ১৫
যদিও এই পোশাকেই অস্কার স্পর্শ করেছেন জেনিকা চ্যাস্টেইন, তবে এটাকে বলা হচ্ছে ‘প্লাস্টিক লুক’, নীচের ঝালরটাও নাকি হয়েছে ফুলেল ঝাড়ুর মতো
ছবি: রয়টার্স
৭ / ১৫
৩২ বছর বয়সী আইরিশ অভিনেত্রী জেসি বাকলে অস্কারের লালগালিচায় যেভাবে এসেছেন, এটাকে বলা হচ্ছে ‘দ্য লস্ট ডটার’ লুক। গাউনটি দেখে মনে হচ্ছে, ঘরে অনেকদিন পড়ে ছিল। শুধু তা-ই নয়, এই লুকে তাঁর চুল হয়েছে ‘সবচেয়ে বাজে চুলের সাজ’
ছবি: রয়টার্স
৮ / ১৫
বিলি আইলিশের পরনে গুচির এই কালো ফ্রকের নাকি কোনো শেপই নেই!
ছবি: রয়টার্স
৯ / ১৫
৪৯ বছর বয়সী মার্কিন অভিনেত্রী মায়া রুডলফ কী পরেছেন, কেউ তা বুঝতেই পারছে না
ছবি: রয়টার্স
১০ / ১৫
২২ বছর বয়সী মার্কিন অভিনেত্রী, গায়িকা ও গীতিকার হ্যালি বেইলির এই প্যাঁচানো স্লিট গাউনকে বলা হচ্ছে ‘অগোছালো, অনাকর্ষণীয়’
ছবি: ইনস্টাগ্রাম
১১ / ১৫
বড় বোন, ২৩ বছর বয়সী কোল বেইলির পোশাকটাও কেমন যেন!
ছবি: ইনস্টাগ্রাম
১২ / ১৫
মার্কিন কমেডিয়ান ও ইন্টারনেট ব্যক্তিত্ব, ২৬ বছর বয়সী রিকি থম্বসন হয়েছেন এবারের অস্কারের সবচেয়ে ‘বাজে লুক’-এর অতিথি। অতিরিক্ত অনুষঙ্গ দোষে দুষ্ট তাঁর লুক
ছবি: রয়টার্স
১৩ / ১৫
ম্যাগি গিলেনহাল তাঁর কালো থ্রিডি গাউনে যে সোনার খণ্ডগুলো বসিয়েছেন, এগুলোর নাকি মোটেও দরকার ছিল না। ছবিতে আরও দেখা যাচ্ছে জেসি বাকলেকে
ছবি: রয়টার্স
১৪ / ১৫
৪৩ বছর বয়সী মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব মারিয়া মেনোনসের এই পোশাকে একটা বেল্টই নাকি ‘যথেষ্ট’ ছিল!
ছবি: রয়টার্স
১৫ / ১৫
কুইন লতিফা নাকি এর চেয়ে ঢের ভালো পোশাক পরে আসতেই পারতেন!
ছবি: রয়টার্স