২১ নভেম্বর (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হলো সংগীতের দুনিয়ার অন্যতম বড় রাত, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড। এদিন বিশ্বসংগীতের উজ্জ্বল তারারা একসঙ্গে আলো ছড়িয়েছেন এক ছাদের নিচে থেকে। এদিন বছরের সবচেয়ে জনপ্রিয় শিল্পী, গান আর অ্যালবামকে দেওয়া হয় স্বীকৃতি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মার্কিন র্যাপার, গীতিকার ও মডেল কার্ডি বি। এ রকম যেকোনো আয়োজনে ফ্যাশনিস্তাদের চোখ থাকে রেডকার্পেটে। আলোকচিত্রীরাও ক্যামেরা তাক করে রাখেন। দেখে নেওয়া যাক ৪৯তম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের লালগালিচায় সংগীতের তারাদের ফ্যাশন মোমেন্টগুলো। ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০