ইনস্টাগ্রাম থেকে তারকাদের ফ্যাশন আর বিউটির সেরা মুহূর্ত

যেকোনো উৎসবের আগে তারকাদের ইনস্টাগ্রামে আনাগোনা বেড়ে যায়। কেননা, উৎসবই ফ্যাশন আর বিউটি মোমেন্ট তৈরির সেরা সময়। ভক্তরাও তারকাদের সেসব ছবি দেখে অনুপ্রাণিত হন। দেখে নেওয়া যাক, জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তারকাদের ফ্যাশন আর বিউটির মুহূর্তগুলো।
১ / ১২
বলিউড তারকা আলিয়া ভাট মেকআপ করেন না বললেই চলে। করলেও যেটুকু না করলেই নয়, সেটুকুই। বিয়ের মেকআপেও রেখেছেন সেই স্বাক্ষর। বিয়ের পর এটিই আলিয়ার প্রথম সেলফি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
প্রাক্তন ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহাম আর বিক্টোরিয়া বেকহাম বিবাহিত জীবনের ২৩তম বছরে এসেও একই রকমভাবে উদযাপন করেন তাঁদের সম্পর্ক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
৮৫তে এসেও নিজেকে দিব্যি তরুণ মনে করেন অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক জ্যাক নিকলসন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
ক্রমেই ফ্যাশন আইকন হিসেবে জায়গা করে নিচ্ছেন বলিউড তারকা শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
এই ছবিটি প্রকাশ করে ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘কাল ঈদ’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
এক ফ্রেমে ঢালিউড তারকা সুনেরাহ্ বিনতে কামাল, অপু বিশ্বাস ও নিপুণ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
তিনি ‘প্রিন্স অব দুবাই’ হামদান বিন মোহাম্মদ আল মাখতুম। ইনস্টাগ্রামে আছেন ফাজা নামে। সেখানে তাঁর ১ কোটি ৪১ লাখ ভক্ত। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। বলিউডের খানদের সঙ্গে ভালো খাতির আছে এই আরব রাজপুত্রের। এই ছবি পোস্ট করে সবাইকে জানিয়েছেন ঈদ মুবারক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
রীতেশ ও জেনেলিয়া ডি সুজা বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। এই ছবি পোস্ট করে রীতেশ লিখেছেন, ‘আপনি যেমনই থাকুন না কেন, উঠে পড়ুন, রেডি হোন আর কখনোই হাল ছাড়বেন না।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
বাড়ির বারান্দায়র বলিউড তারকা অনন্যা পান্ডে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
ফিরে আসছে কুরুচের কাজের পোশাক, ব্যাগ আর অনুষঙ্গ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
জন্মদিনে এভাবেই নিজের ছবি প্রকাশ করেছেন বলিউড তারকা আনুশকা শর্মা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
বলিউড তারকা মাধুরী দীক্ষিত ঘুরে বেড়াচ্ছেন গোয়ায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে