এক মেলায় ৬৪ প্রতিষ্ঠান

ফ্যাশনের নানা পণ্য থাকবে প্রদর্শনীতে
কোলাজ ছবি

বৈশাখ ও ঈদ সামনে রেখে ৬৪টি জীবনযাপনভিত্তিক প্রতিষ্ঠান আসছে এক ছাদের নিচে। ৮ ও ৯ এপ্রিল দুই দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে হার ই-ট্রেড। পোশাক, গয়না, খাবার ও ঘর সাজানোর নানা উপকরণ থাকবে এসব স্টলে। ধানমন্ডির মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রদর্শনীর উদ্বোধন করার কথা রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীর। আরও থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন।

আয়োজন নিয়ে হার ই-ট্রেডের প্রেসিডেন্ট ওয়ারেছা খানম বলেন, ‘আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে এই আয়োজনটি করেছি। অনলাইনে যেসব নারী নিজের মেধা দিয়ে নানা রকম সৃজনশীল কাজ করছেন, এখানে তাঁরা সবাই থাকবেন একসঙ্গে। নারী উদ্যোক্তারা যাতে নিজের শখের জায়গাটাকে টেকসইভাবে দীর্ঘমেয়াদি ব্যবসায় রূপ দিতে পারেন, সেই প্রচেষ্টা থেকে এই প্রদর্শনী।’

যেসব প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এখানে
ছবি: হার ই–ট্রেডের সৌজন্যে

ফেসবুকভিত্তিক এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে আছে পোশাক, খাবার, গয়না, হোম ডেকোর পণ্য, চামড়ার পণ্য, পাট দিয়ে তৈরি পণ্যসহ নানা কিছু।

দ্বিতীয়বারের মতো এই আয়োজিত এই প্রদর্শনীর অপ্তবাক্য ‘উৎসবে এবার দুই ধরন, ঈদ ও বর্ষবরণ! রোগশোক ও সমস্ত ক্লান্তি শেষে এবার উৎসবমুখর হোক পৃথিবী।’

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী।

এন’স কিচেনের হালুয়া
ছবি: সংগৃহীত