কান অ্যালবাম, পর্ব ০১

বিশ্বের সবচেয়ে আলো ছড়ানো ফ্যাশন–মুহূর্তগুলোর বড় একটা অংশই তৈরি হয় কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায়। ফ্যাশন–দুনিয়াকে যদি কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত করা না হতো, তাহলে বিশ্বব্যাপী এটি হয়তো ভিন্ন জনরার ‘উচ্চমার্গীয়’ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের উৎসব হয়েই থাকত। যদিও প্রায় প্রতিবছর এখানে ধুন্ধুমার ব্যবসা করা ‘ফর্মুলা–সিনেমা’ও দেখানো হয়। সবকিছুর সমন্বয়ে কান বিশ্বের সেরা চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম। দেখে নেওয়া যাক, এবারের উৎসবের উদ্‌যাপিত সেরা ফ্যাশন–মুহূর্তগুলো।
১ / ১০
ফটোকলে ‘ফাইনাল কাট’ সিনেমার ফরাসি–আর্জেন্টাইন অভিনেত্রী বেরেনিস বেজো
ছবি: রয়টার্স
২ / ১০
স্প্যানিশ অভিনেত্রী ও মডেল রোজি দে পালমা ‘ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ সিনেমার প্রদর্শনীতে এভাবেই পোজ দেন লালগালিচায়। তিনি ক্যামেরা ডি’অর বিভাগের জুরি প্রেসিডেন্ট
ছবি: রয়টার্স
৩ / ১০
ফটোকলে স্টাইলিশ রোজি দে পালমা
ছবি: রয়টার্স
৪ / ১০
শার্ট আর সাদা প্যান্টে, সাদামাটাভাবে, ফটোকলে ‘প্লান ৭৫’ সিনেমার অন্যতম জাপানি অভিনয়শিল্পী হায়াতো ইসোমুরা
ছবি: রয়টার্স
৫ / ১০
মার্কিন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ের এই পোশাক সমাদৃত হয়েছে ফ্যাশন–দুনিয়ায়
ছবি: রয়টার্স
৬ / ১০
ছবিতে ৬১ বছর বয়সী মার্কিন অভিনেত্রী ও লেখক জুলিয়ান মুর
ছবি: রয়টার্স
৭ / ১০
৫৯ বছর বয়সী মার্কিন অভিনেতা টম ক্রুজকে দেওয়া হয়েছে সম্মানজনক পাম দর অ্যাওয়ার্ড। দেখানো হয় তাঁর অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’ ছবিটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
‘টপ গান: ম্যাভেরিক’ অভিনেত্রী জেনিফার কনেলির মেটালিক গাউনটি দারুণ!
ছবি: রয়টার্স
৯ / ১০
ফটোকলে টম ক্রুজ ও জেনিফার কনেলি
ছবি: রয়টার্স
১০ / ১০
‘লেডি বস’ লুকে ৫৪ বছর বয়সী জুলিয়া রবার্টস
ছবি: রয়টার্স