কিয়ারার কাছে ঝটপট ১৫ প্রশ্ন
একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন কিয়ারা আদভানি। ‘কবির সিং’, ‘গুড নিউজ’, ‘শেরশাহ’–এর পর লাইনে রয়েছে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুলভুলাইয়া ২’, বরুণ ধাওয়ানের সঙ্গে ‘যুগ যুগ জিও’ ও ভিকি কৌশলের সঙ্গে ‘মিস্টার লেলে’। ফ্যাশনের ক্ষেত্রেও তরুণ প্রজন্মকে প্রভাবিত করছেন বলিউডের সর্বশেষ ‘সুইটহার্টে’। ‘ফিল্মফেয়ার’ ম্যাগাজিনের সঙ্গে সম্প্রতি চটপট প্রশ্ন, ঝটপট উত্তর বিভাগে অংশ নিয়েছিলেন কিয়ারা। সেখান থেকে নির্বাচিত ১৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে এই আয়োজন।
১. ছোটবেলায় কী হতে চেয়েছিলেন?
উত্তর: আমি সব সময়ই কেবল বলিউড তারকা হতে চেয়েছি।
২. ভাইয়ের সঙ্গে একটা প্রিয় স্মৃতির কথা বলুন।
উত্তর: অনেক আছে। প্রত্যেক রোববার আমরা একসঙ্গে দুপুরের খাবার খেতাম। আর তারপর ক্রস ময়দানে গিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতাম। ওর সঙ্গে এটা আমার একটা প্রিয় কাজ ছিল।
৩. আপনার প্রিয় তিন খাবারের নাম বলুন।
উত্তর: চকলেট, সুশি আর দোসা।
৪. যে খাবার আপনি কখনোই খান না...
উত্তর: ডিম। ডিমের প্রতি আমার বিতৃষ্ণা আছে। ডিমের সাদা অংশ বা কুসুম—কিছুই আমি খেতে পারি না।
৫. আপনার কাছে ভালোবাসা মানে কী?
উত্তর: সুখভাব।
৬. আপনার কি কোনো ফোবিয়া আছে?
উত্তর: পাখি। আমার ভয়ানক পাখিভীতি আছে। সব সময়ই আমার মনে হয়, উড়ে এসে ওরা আমার মুখের ওপর পড়বে।
৭. আপনার প্রিয় সিনেমা কোনটি?
উত্তর: কবির সিং।
৮. আপনার মতে সামাজিক যোগাযোগমাধ্যম কাঁপিয়ে দিচ্ছেন কে?
উত্তর: রণবীর সিং। সব সময় লাইভে আসার নোটিফিকেশন আসতেই থাকে।
৯. এমন একটি সিনেমার নাম বলুন, যার সঙ্গে আপনার ব্যক্তিগত স্টাইল মিলে যায়।
উত্তর: কনফেশনস অব আ শপাহোলিক।
১০. যে তিন পোশাকে জীবন পার করে দিতে পারবেন।
উত্তর: আমার পায়জামাগুলো, জিমের পোশাক আর আরামদায়ক যে কোনো ভারতীয় পোশাক।
১১. কোন বিখ্যাত চরিত্র আপনার মতো পোশাক পরে?
উত্তর: ‘ফ্রেন্ডস’ সিরিজের র্যাচেল।
১২. কার ওয়ার্ডরোবে আপনি হানা দিতে চান?
উত্তর: নাতাশা পুনাওয়ালা। কী কী যে বেরোবে তাঁর ওয়ার্ডরোব থেকে! আমি ব্যাপারটা কল্পনা করেই শিহরিত।
১৩. বলিউডের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভালো শাড়ি পরেন কে?
উত্তর: রেখাজি।
১৪. আপনার ‘গো টু’ ডিজাইনার কে?
উত্তর: মনীশ মালহোত্রা। ইন্ডাস্ট্রিতে যখন আমি কেউ না, তখনই আমার দিকে তাঁর হাত বাড়িয়ে দিয়েছিলেন। সোনায় মোড়ানো হৃদয়।
১৫. ২০২২ শেষ হওয়ার আগেই কী কী করতে চান?
উত্তর: সঞ্জয় লীলা বানসালির সঙ্গে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাই। আর বেশি ঘুরতে যেতে চাই। আর শুটিং নিয়ে ব্যস্ত থাকতে চাই।