সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে ‘ইনফ্লুয়েন্সার’ শব্দটি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এখন কোনো তারকার চেয়ে কম যান না। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্রভাবকদের (সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার) আলোয় স্মিত হয়ে পড়েন ‘রিয়েল লাইফ’ তারকারা। আবার অনেকে প্রভাবক হিসেবে পরিচিতি পেতে পেতেই একসময় হয়ে পড়েন তারকা। ফ্যাশনের ক্ষেত্রে সে রকমই দুজন হলেন কোমল পান্ডে আর সিদ্ধার্থ বাত্রা। এখন এই জুটি কেবল ফ্যাশনের ক্ষেত্রেই ভক্তদের প্রভাবিত করছেন, তা–ই নয়; বরং সেট করে দিচ্ছেন ‘কাপল গোল’। সমস্ত ছবি সিদ্ধার্থ আর কোমলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮