কোমল–সিদ্ধার্থ এখন জনপ্রিয় ‘ইনফ্লুয়েন্সার’ জুটি

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে ‘ইনফ্লুয়েন্সার’ শব্দটি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এখন কোনো তারকার চেয়ে কম যান না। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্রভাবকদের (সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার) আলোয় স্মিত হয়ে পড়েন ‘রিয়েল লাইফ’ তারকারা। আবার অনেকে প্রভাবক হিসেবে পরিচিতি পেতে পেতেই একসময় হয়ে পড়েন তারকা। ফ্যাশনের ক্ষেত্রে সে রকমই দুজন হলেন কোমল পান্ডে আর সিদ্ধার্থ বাত্রা। এখন এই জুটি কেবল ফ্যাশনের ক্ষেত্রেই ভক্তদের প্রভাবিত করছেন, তা–ই নয়; বরং সেট করে দিচ্ছেন ‘কাপল গোল’। সমস্ত ছবি সিদ্ধার্থ আর কোমলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।
১ / ৮
সিদ্ধার্থ আর কোমল—দুজনেই ফ্যাশন ইনফ্লুয়েন্সার। দুজনের প্রেম দুজনের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন তাঁরা ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের সঙ্গে সঙ্গে ‘রিলেশনশিপ ইনফ্লুয়েন্সার’ও। বেশ কিছু ম্যাগাজিনে লাভবার্ড হয়ে প্রচ্ছদ হয়েছেন তাঁরা।
২ / ৮
কোমল পান্ডে ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছেন। কোমল যখন ক্যারিয়ারের তুঙ্গে, তরতর করে উড়ছেন, তখনো সিদ্ধার্থ ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে ঠিক জমিয়ে তুলতে পারেননি। এমন সময়ে দুজনারই কমন বন্ধু, আরেক সামাজিক যোগাযোগমাধ্যমের তারকা ডলি সিংয়ের মাধ্যমে দেখা হয় কোমল আর সিদ্ধার্থের।
৩ / ৮
খুব অল্প সময়ে জুটি হিসেবে দারুণ জনপ্রিয়তা পান তাঁরা। আর এই সম্পর্ক তাঁদের দুজনার ক্যারিয়ারের মোড়ও ঘুরিয়ে দেয়। দুজনার হাতেই উঠেছে ‘ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার’–এর পুরস্কার। এমনকি জুটি হিসেবেও সেরা ইনফ্লুয়েন্সার তাঁরা!
৪ / ৮
কোমল আর সিদ্ধার্থের জুটিকে ভক্তরা আদর করে ডাকেন ‘সিডকম’।
৫ / ৮
সিদ্ধার্থ আরও জানান, তিনি যখন কোমলকে প্রথম দেখেন, তখন কোমলের আরেকজনের সঙ্গে প্রেম হবে হবে ভাব! আর তিনিও কাজে ডুবে ছিলেন। এর প্রায় দুই বছর পর তিনি কোমলকে তাঁর ফ্যাশন আর স্টাইলের প্রশংসা করে ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ করেন। অবশ্য এর পেছনে একটা কারণ ছিল। তিনি তত দিনে জেনে গিয়েছিলেন যে কোমলের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ তখন ‘সিঙ্গেল’। তাই তো বার্তা পাঠিয়েছিলেন। আর সেখান থেকেই শুরু হয় তাঁদের জানাশোনা।
৬ / ৮
প্রথম দেখায় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্রেন্ডস’ দেখেছিলেন এই দুজনে। আর অনেক গল্প করেছিলেন। ২০২০ সালের ১৮ জুন কোমলের জন্মদিনে নিজেদের সম্পর্ককে ‘অফিশিয়াল’ করেছেন তাঁরা।
৭ / ৮
সিদ্ধার্থ অসুস্থ হলে কোমল নাকি দই–ভাত রান্না করেন। আর সেটা খেয়েই দ্রুত সুস্থ হয়ে যান সিদ্ধার্থ।
৮ / ৮
এ মুহূর্তে ইনস্টাগ্রামে কোমলের অনুসারী ১৫ লাখ আর সিদ্ধার্থের ২ লাখ ১৫ হাজার। প্রায়ই একজন আরেকজনের ভিডিওতে উঁকি দেন। ছবিতে হ্যারি স্টাইলসের লুকে সিদ্ধার্থ।