গরমের কাপড় স্টাইল করে পরা যাবে শীতেও

একটু একটু করে পাওয়া যাচ্ছে শীতের আমেজ। অনেকেই শুরু করে দিয়েছেন শীতের পোশাক যাচাই–বাছাই। বাক্সবন্দী পোশাকগুলো দেখছে রোদের মুখ। দীর্ঘ সময় পরা হবে না বেশ কিছু গরমের পোশাক। আবহাওয়ার কারণে শীত ও গরমের পোশাকে থাকে আমূল পার্থক্য। তবে তুলনা করলে শীতের পোশাকের চেয়ে গ্রীষ্মের পোশাকই আলমারির বেশি জায়গা দখল করে রাখে। তাই শীত আসা মানেই নতুন সব পোশাকের চাহিদা বেড়ে যাওয়া। কিন্তু চাইলেই গ্রীষ্মের পোশাক স্টাইলের সঙ্গে দিব্যি শীতেও চালিয়ে নিতে পারেন। শুধু জানতে হবে উপায়গুলো!
শীতের পোশাকে নিউ ইয়র্কের রাস্তায় প্রিয়াঙ্কা চোপড়া
ছবি: ইনস্টাগ্রাম

পোশাকের পরত বাড়ান

আলমারি ভর্তি এত এত কুর্তি, টপ, প্যান্ট। যা হয়তো গরমের জন্যই কিনে রেখেছিলেন। শীত আসতে না আসতেই তা সরিয়ে রাখার ব্যস্ততা বাড়ানোর কোনো প্রয়োজনই নেই। চাইলেই পাতলা পোশাকগুলো শীতেও পরে নিতে পারেন। তবে শুধু একটি নয়, বাড়াতে হবে পোশাকের পরত। আর যদি পাতলা কাপড়টিই হয় আপনার বেশি পছন্দের, সেটিই যদি দেখাতে চান, তাহলে প্রথমে কয়েক পরত পোশাক পরে সবার ওপরে গীষ্মের পোশাকটি পরে নিন। এই তো কিছুদিন আগেই বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেল এমন মেলানো পোশাকে। শীত কমাতে কাঁধে তিনি জড়িয়ে নিয়েছিলেন ব্লেজার। আপনি চাইলে স্কার্ফের নানা রকম ব্যবহারও করতে পারেন। এতে এথনিক লুক তো আসবেই, সঙ্গে উষ্ণতাও মিলবে।

শীতে শাড়িকেই পরতে পারেন নানা স্টাইলিশ উপায়ে
ছবি: ইনস্টাগ্রাম

ফিউশন করুন

শীত মানেই অনেক ধরনের পোশাক। আর এই সময় ট্রেন্ডে থাকে পোশাকের ফিউশন। শাড়ি, সালোয়ার কামিজ বা কুর্তি যা–ই পরতে চান না কেন, যুক্ত করে নিন শীতের কাপড়ের সঙ্গে। শাড়ি পরলে এর সঙ্গে শাল না পরে ব্লেজার বা কোট পরে নিতে পারেন। শাড়ির সঙ্গে পরতে পারেন উলের ব্লাউজ। সালোয়ার কামিজ বা কুর্তির সঙ্গে ফ্যাশনেবল লম্বা কোট মানানসই হতে পারে। আবার চাইলে শালটা কোমড়ে বেল্টের সঙ্গে বেঁধে নিয়েও স্টাইল করে পরতে পারেন।

একরঙা পোশাকেও হতে পারে শীতের স্টাইল
ছবি: ইনস্টাগ্রাম

ছোট–বড় মেলানো কাপড়

ছোট হাতার লম্বা পোশাক শীতে পরা হয় না বললেই চলে। তবে এ ধরনের পোশাক পরার উপায় হলো ছোট ও বড় কাপড় মিলিয়ে পরা। বন্ধ গলা ও লম্বা হাতার থার্মালের সঙ্গে ছোট কাপড় পরা যাবে। ছোট হাতার কুর্তির ওপর গলা বন্ধ সোয়েটার বা টপও পরে নিতে পারেন আর সঙ্গে পছন্দের জিন্স।

স্কার্ফ হতে পারে শীতের ভালো সঙ্গী
ছবি: ইনস্টাগ্রাম

কয়েক রঙের পোশাক

কয়েক রঙের পোশাক মিলিয়ে পরলেও তা দেখতে লাগবে ফ্যাশনেবল। আবার এক রঙের কয়েকটি শেডের পোশাক মেলালে বোঝা যাবে যে ভিন্ন ভিন্ন পোশাকে স্টাইলিং করা হয়েছে। বলিউড তারকা সোনম কাপুরের শীতের পোশাকে দেখা যায়, এমন অনেক রঙের ভিন্ন ভিন্ন কাপড়, কিন্তু দেখতে খুবই ফ্যান্সি।


সূত্র: ইডিভা ডটকম