লাক্সারি ফ্যাশন হাউস গুচি বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর একটি। ২০১৯ সালে তারা ভোগের ইতালি সংস্করণের সঙ্গে একটা চুক্তি করে। সেখানে এই দুই প্রতিষ্ঠান ‘অন্তর্ভুক্তিকরণ বিউটি’ (ইনক্লুসিভ বিউটি) নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেয়।

সম্প্রতি তারা ডাউন সিনড্রোমে আক্রান্ত এলি গোল্ডস্টেইন নামের এক মডেলের সঙ্গে মাশকারা নিয়ে কাজ করছে। ভোগ করেছে গুচির এই বিশেষ ফটোশুট। গুচি আর ভোগ—এর ভক্তরা সাদরে স্বাগত জানিয়েছে এই উদ্যোগকে। গুচির সোনালি পোশাকে এলির সেই ছবিই এখন পর্যন্ত ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি। হ্যারি স্টাইলস থেকে ডাকোটা জনসন—সবাই গুচির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

এলি গোল্ডস্টেইন
ছবি: ইনস্টাগ্রাম

এলি ডাউন সিনড্রোমে আক্রান্ত। অর্থাৎ তাঁর শরীরে এক্সট্রা একটা ক্রোমোজোম আছে। এ ধরনের যারা, তাদের নানা শারীরিক জটিলতা দেখা দেয়। তাদের চোখ, নাক, ঘাড়, কান, হাত, পা, আঙুল, উচ্চতা—এসব অন্য রকম হয়। শরীরের পেশির জয়েন্টগুলো একটু নড়বড়ে হয়। অন্যদের তুলনায় মোটা হওয়ার প্রবণতা বেশি আর উচ্চতা কম হয়। এলির শরীরেও এসবই উপস্থিত।

‘বিশেষ আর বৈচিত্র্যে সৌন্দর্য’—এই ধারণার জনপ্রিয় মডেল গোল্ডস্টেইন। এর আগে এই ব্রিটিশ নারী নাইক, অ্যালিউর, গ্লামোর, সুপারড্রাগ আর ভোডাফোনের সঙ্গে কাজ করেছেন। শিগগিরই ভোগ ইটালিয়ার প্রচ্ছদে দেখা দিতে চলেছেন এই মডেল। বলা হচ্ছে, এলি গোল্ডস্টেইন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইতিহাস গড়েছেন।

এলি গোল্ডস্টেইন
ছবি: ইনস্টাগ্রাম

গুচির পক্ষ থেকে বলা হয়েছে, ‘স্বাভাবিকভাবেই এলি খুব সুন্দর। ও মডেলিংয়ের জন্য একদম ঠিক ঠিক। ওকে আলাদা করে মেকআপ দেওয়ার দরকারই পড়ে না। আর ও যেকোনো পোশাক সুন্দর করে ক্যারি করতে জানে। ওকে খুবই অল্প মেকআপ দেওয়া হয়েছে। জামাটাও খুবই সাধারণ। হাসিটাও খুব একটা উঁচু না। ও ওর স্বপ্নের সঙ্গে আপস করেনি। কোনো কিছুই ওকে মডেল হওয়া থেকে আটকাতে পারেনি। ফটোশুটটা এমনভাবে ডিজাইন করা, যাতে এলি তার পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারে। এলি তার স্বপ্নের সঙ্গে আপস করেনি। তাই স্বপ্নও সত্যি হয়ে হাতের মুঠোয় ধরা দিতে সময় নেয়নি।’

এলি গোল্ডস্টেইন
ছবি: ইনস্টাগ্রাম

এদিকে বিশ্ব ফ্যাশনে সাড়া জাগানো এই মডেল ইনস্টাগ্রামে তাঁর একটা ফটোশুটের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপনি যা, আপনি পরিপূর্ণভাবে কেবল তাই হয়ে উঠুন। আর আশপাশের মানুষ কী বলল, তা ভুলে যান। আপনি কেবল আপনার স্বপ্নের পেছনে ছুটুন, থামুন, বসুন আবার ছুটুন।’

এলি গোল্ডস্টেইন
ছবি: ইনস্টাগ্রাম