২০১৯ সালে মানসিক অসুস্থতার কথা জানিয়ে সব রকম ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সেই সময় তাঁর পাশে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বান্ধবী ভিনি রমণ। প্রেমিকার হাত ধরে আবার স্বাভাবিক জীবনে ফেরেন গ্লেন। তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন, আর দেরি নয়। দ্রুত ভিনিকে জীবনসঙ্গী করার আনুষ্ঠানিকতাও সেরে ফেলবেন। যে–ই ভাবা সে–ই কাজ। ২০২০–এর মার্চে সারলেন বাগদান। কিন্তু বিধিবাম! করোনায় দুই বছর আটকে গেল বিয়ে। অবশেষে ২০২২ সালের মার্চে বিয়ে করেন এই জুটি। বেশ গোপনীয়তার সঙ্গে সারা হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। একে একে সামনে আসছে বিয়ের ছবি।