ফ্যাশন আর বিউটির ক্ষেত্রে ইনস্টাগ্রামের চেয়ে সেরা সামাজিক যোগাযোগমাধ্যম আর হয়ই না। ইনস্টাগ্রাম থেকে চোখ বুলিয়ে নেওয়া যাক ফ্যাশন আর বিউটি মুহূর্ত।

১ / ১২
ভারতীয় সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার অমিত আগারওয়ালের ডিজাইন করা কিমোনো গায়ে বলিউড তারকা রণবীর সিং। যেকোনো পোশাক ‘ক্যারি’ করার ব্যাপারে রণবীরের নামডাক আছে। ভক্তরা প্রায়ই বলেন, রণবীর নাকি দীপিকার পোশাক গায়ে চাপিয়ে বেরিয়ে পরেন। তাই একজন মজা করে মন্তব্য করছেন, ‘দীপিকা, বাইরে যাওয়ার সময় আাপনার আলমারিতে তালা দিয়ে যাবেন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
ছুটির দিনে ভারতের মুম্বাইয়ের নতুন ‘কেএফসি’তে বলিউড তারকা কারিশমা কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন নারীর সৌন্দর্য নিয়ে এই কথাগুলো বলেছিলেন। পোস্টটি শেয়ার করেছেন সুপার মডেল বেলা হাদিদ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
ইতালিয়ান লাক্সারি জুয়েলারি ব্র্যান্ড বুলগারির নতুন শুভেচ্ছাদূত হয়েছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
হলিউড তারকা অ্যান হ্যাথওয়ে ও থাই র‍্যাপার, ড্যান্সার লিসাও যোগ দিয়েছেন প্রিয়াঙ্কার সঙ্গে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
ফিরে আসছে কাউবয় বুট। এই নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে ‘ভোগ ইউকে’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড আর মার্কিন অভিনেত্রী জেন্ডায়ার এই ছবিতে লাইক পড়েছে ২ কোটি ৪২ লাখ! ভক্তরাও এই দুজনকে একসঙ্গে দেখতে উন্মুখ। আর এই দুজনও কখনো স্পাইডারম্যানের সেটে, কখনো লুকিয়ে চুটিয়ে প্রেম করছেন!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
টালিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওর্থের সঙ্গে মরক্কোতে ছুটি কাটাচ্ছেন অস্কারজয়ী হলিউড তারকা লরা ডার্ন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
ক্যাটরিনা কাইফকে বিয়ের পর ভিকি কৌশল আরও বড় তারকা হয়ে উঠেছেন। একের পর এক দেখা দিচ্ছেন স্টাইলিশ সব লুকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
সংযুক্ত আরব আমিরাতের শহর আবুধাবির এমিরেটস প্যালেসে ভারতের ছোট পর্দার জনপ্রিয় মুখ হিনা খান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
‘প্রেগনেন্সি ফটোশুটে’র ছকই ভেঙে দিচ্ছেন সোনম কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে