এই লেখার জন্য বাঁধনকে যখন ফোন করেছি, যুক্তরাষ্ট্রে তখন মধ্যরাত। ঘুম ঘুম চোখে জানালেন, এখনো সেখানে ফ্যাশনেবল মুহূর্ত তৈরির আছে বাকি। ২৯ এপ্রিল আর আগামী ১ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিউজিয়াম অব মডার্ন আর্টে (মোমা) দেখানো হবে ‘রেহানা মারিয়ম নূর’। এ মুহূর্তে বাঁধন আছেন টেক্সাসে, প্রবাসী বাঙালি ফারিয়া হোসেনের আতিথেয়তায়। ২৫ এপ্রিল উড়াল দেবেন নিউইয়র্কে। সেখানে থাকবেন তাঁর বেস্ট ফ্রেন্ড শান্তার বাড়িতে। সবচেয়ে প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছেন এই অভিনেত্রী। দেশে ফিরবেন ২ মে। বেশ কিছু ব্র্যান্ড আর ডিজাইনারস ড্রেস নিয়ে গেছেন বাঁধন। তবে ইদানীং যেসব কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন, সেগুলো তাঁর নিজের ওয়ার্ডরোব থেকে নেওয়া।
একটি সুযোগও হাতছাড়া হতে দিচ্ছেন না বাঁধন। দেশের সীমানার বাইরে দেশি ফ্যাশনকে তুলে ধরার সব সুযোগই কাজে লাগাচ্ছেন তিনি। একের পর এক আন্তর্জাতিক উৎসবের লালগালিচায় বাংলাদেশি সাজ–পোশাকের স্বনিয়োজিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে চলেছেন তিনি। আর বেশির ভাগ ক্ষেত্রেই তিনি গায়ে চাপাচ্ছেন নারী ফ্যাশন ডিজাইনারদের পোশাক। গয়নাও নারী উদ্যোক্তাদের কাছ থেকে নেওয়া। দেখে নেওয়া যাক দেশি নারী ফ্যাশন ডিজাইনারদের সে রকমই কয়েকটি ছবি।