বিশ্বজুড়ে ফ্যাশন

বিশ্বজুড়ে চলছে ফ্যাশনের নানা ধারা। তারকা এবং ম্যাগাজিনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে সেসব।

‘ভোগ’-এ এই প্রজন্মের আফ্রিকা

এই প্রজন্মের আফ্রিকান নারী মডেলদের উত্থানকেই তুলে ধরল ব্রিটিশ ভোগ। ‘তাঁরাই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’, এভাবেই ব্রিটিশ ভোগ-এর ফেব্রুয়ারি সংখ্যায় উপস্থাপিত হয়েছেন তাঁরা। ছবিতে মডেলদের পোশাকও ছিল পুরোদস্তুর কালো। ভিন্নধর্মী স্টাইলিং ইতিমধ্যেই নজর কেড়েছে। ভোগ-এর নতুন সংখ্যাটি প্রকাশিত হবে ১৮ জানুয়ারি।

সূত্র: ব্রিটিশ ভোগ

স্নিগ্ধ সাদা সাফা

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী সাফা কবির সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন সমুদ্রপাড়ের কিছু ছবি। তাঁর পরনের সাদা রঙের আকর্ষণীয় গাউনটির পা পর্যন্ত লম্বা স্লিট বা চেরা। অনেকটা প্রাকৃতিক সাজেই নিজেকে উপস্থাপন করেছেন তিনি। ছিমছাম গয়নাতেও রেখেছেন সমুদ্রের চিহ্ন। সাগুফতা তাওসমানের ডিজাইন করা পোশাকে নতুন করে আলোচনায় এসেছেন সাফা কবির।

সূত্র: অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজ

ফেমিনায় জাহ্নবী কাপুর

প্রচ্ছদে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ছবি দিয়ে নতুন বছরের যাত্রা শুরু করল ফ্যাশন ম্যাগাজিন ফেমিনা। পোশাকে দেখা গেছে ফুলের প্রিন্ট, হাতায় ফ্রিল। হালকা মেকআপ ও গয়নায় তুলে আনা হয়েছে স্নিগ্ধতা।

সূত্র: অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজ