গার্মেন্টস শিল্পে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ১৬০টি দেশে পোশাক রপ্তানি করে বিশ্ববাজারে বাংলাদেশ শক্ত ভিত গড়েছে। পণ্য রপ্তানিচিত্রের পাশাপাশি দেশের অর্থনীতির চেহারাই বদলে দিয়েছে তৈরি পোশাক খাত। পাটকে হটিয়ে পণ্য রপ্তানির শীর্ষস্থান দখল করেছে পণ্যটি। পাঁচ দশকের ব্যবধানে রপ্তানি আয় ৯৬ গুণ বেড়েছে। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগলাইনটি বাংলাদেশের গর্ব। বছরের পর বছর ধরে প্রতিষ্ঠিত এই ট্যাগলাইন বিশ্বকে জানান দেয়, মানের সঙ্গে আপস করে না বাংলাদেশের তৈরি পোশাকশিল্প।