ম্যাক্সি ড্রেসে অভিজাত সোনম  

আমাদের মা–খালারা ঘরে প্রায়ই ম্যাক্সি পরেন। তবে সেটা কোনো ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করে না। সেই একই রকম পোশাক যখন সোনম কাপুরদের মতো ফ্যাশন আইকনরা পরেন, তখন যেন ম্যাক্সির মর্যাদাই এক লাফে ওপরে উঠে যায় অনেকখানি। সম্প্রতি ‘ভোগ, ইন্ডিয়া’ সাময়িকী সোনম কাপুরের পাঁচটি ম্যাক্সি নিয়ে একটি বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, সোনমের আগে ‘দ্য কুইন্স গ্যাম্বিট’ তারকা অ্যানা টেইলর–জয় ভেনিস ফিল্ম ফেস্টিভালে মার্কিন পোশাক নির্মাতা রোড আর্টের ফুলেল ম্যাক্সি পরে হইচই ফেলেছেন। এদিকে ইয়টে চড়ে ভূমধ্যসাগরের মধ্যিখানে মডেল কেন্ডাল জেনার গত আগস্টে ইতালীয় ব্র্যান্ড বোতেগা ভেনেতার যে ম্যাক্সি পরেছিলেন, পরবর্তী বেশ কিছুদিন আলোচনায় ছিল সেটি। কিছুদিন পরপর কোনো না কোনো তারকা ম্যাক্সি পরে এই পোশাকটিকে ট্রেন্ডে নিয়ে আসেন। আর ম্যাক্সির সেই আভিজাত্যের ধারাবাহিকতায় এল সোনম কাপুরের নাম।
১ / ৭
‘দ্য কুইন্স গ্যাম্বিট’ তারকা অ্যানা টেইলর–জয় ভেনিস ফিল্ম ফেস্টিভালে মার্কিন পোশাক নির্মাতা রোড আর্টের ফুলেল ম্যাক্সি পরে হইচই ফেলেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
২ / ৭
ভূমধ্যসাগরে ইতালীয় ব্র্যান্ড বোতেগা ভেনেতার ম্যাক্সি গায়ে কেন্ডাল জেনার
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৩ / ৭
এই সাদা সিল্কের হাতাওয়ালা ম্যাক্সি নেওয়া হয়েছে নিউইয়র্কের ফ্যাশন হাউস ‘দ্য র’ থেকে। সিল্কের একরঙা এই অভিজাত লুকেই সোনম দেখা দিয়েছেন লন্ডনের রাস্তায়। হাতে ছিল গ্যাব্রিয়েলা হিয়ার্স্টের হাতব্যাগ। পায়ে ফিতাওয়ালা হিল আর কানে মুক্তোর মালা। এই ছবি পোস্ট করে সোনম লিখেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় কবি, চিত্রকর ও লেখক রুপি কৌরের বাণী, ‘কেউ প্রজাপতি হয়ে জন্মায় না। বিকাশ একটা প্রক্রিয়া।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৪ / ৭
ফ্যাশনিস্তা (হালফ্যাশনের অনুসারী) মেয়ের ওয়ার্ডরোব ঘাঁটলে বেরিয়ে পড়বে একটি জ্যাকুইমাস ম্যাক্সি। সোনমও পরেছেন সে রকম একটি পোশাক। এই পোশাকেই তিনি ২০২০ সালের জুলাইয়ের ‘ভোগ, ইন্ডিয়া’র প্রচ্ছদে স্থান করে নিয়েছিলেন। টকটকে লাল ঠোঁটে নিখুঁত পার্টি লুকে ধরা দিয়েছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৫ / ৭
সোনমের পরনে আরও একটি ‘দ্য র’–এর ম্যাক্সি। তবে এটি যেন একটু বেশিই অন্য রকম। কালো রঙের এই ম্যাক্সির সঙ্গে গয়না ও মেকআপ রেখেছেন নিরপেক্ষ রঙের (নিউট্রাল কালার)
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৬ / ৭
এই যে ম্যাক্সিতে দেখছেন সোনমকে, এ রকম পোশাক ৮৩ বছর বয়সী জাপানি ফ্যাশন ডিজাইনার ইজি মিয়াকের ট্রেডমার্ক। সোনম তাঁর জীবনসঙ্গী আনন্দ আহিজার নতুন অফিসের প্রচারণামূলক ফটোশুটে পরেছিলেন পোশাকটি। উঁচু কলারের এই ম্যাক্সি ২০২১–এর গ্রীষ্মকালীন সংগ্রহের পোশাক। ইজি মিয়াকে টেকসই পোশাক তৈরির জন্য বিখ্যাত
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৭ / ৭
সাটিন আইভরি ম্যাক্সির সঙ্গে স্ট্র্যাপি ফ্ল্যাট পরলেও ক্যাপশনে লিখেছেন কোকো শ্যানেলের উদ্ধৃতি, ‘কিপ ইয়োর হিলস, হেড অ্যান্ড স্ট্যান্ডার্ড হাই।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া