রানির প্লাটিনাম জুবিলিতে ফেলে দেওয়া প্লাস্টিকে তৈরি শাড়ি
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জুবিলি। বিবিসি জানিয়েছে, ৯৬ বছর বয়সী এই রানি ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসের সবচেয়ে দীর্ঘকালীন শাসক। ১৯৫২ সালে তাঁর বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর তিনিই হন সিংহাসনের অধিপতি।
কেবল যুক্তরাজ্যই নয়, ১৫টি কমনওয়েলথভুক্ত দেশের তিনি প্রধান। এর আগে আর কারও মাথায় ৭০ বছর ধরে শোভা পায়নি রাজমুকুট। সেই আয়োজনে অংশ নেবে সারা বিশ্ব। রাজত্বের ৭০ বছর পূর্তিতে হবে বিশেষ আয়োজন। ২ জুন থেকে শুরু হয়ে এক সপ্তাহ ধরে চলবে উদ্যাপন। প্রথম চার দিন বন্ধ থাকবে যুক্তরাজ্যের সব ব্যাংক। যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম সব ব্যাংক কর্মকর্তারা টানা চার দিন ছুটি পাবেন।
এই উদ্যাপন অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন। একটা বিশেষ আয়োজনে রানির সঙ্গে দীর্ঘ সময় কাজ করা মানুষেরা সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন। আর তখন রানিকে নিয়ে তাঁদের সেরা স্মৃতি জানাবেন বিশ্বকে। রানি বলেছেন, ‘এই আয়োজনে অনেক আনন্দময় স্মৃতি তৈরি হবে।’
এই উদ্যাপনের অংশ হিসেবে যুক্তরাজ্যের সংস্কৃতিক সংগঠন ‘নাটখাট’ বানিয়েছে একটি বিশেষ শাড়ি। ফেলনা প্লাস্টিক থেকে তৈরি সেই শাড়ি নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে ইন্ডিয়া টুডে। শাড়িটি রিসাইকেলড প্লাস্টিক উপাদানে তৈরি। অথচ শরীরের ত্বকের সঙ্গে দিব্যি লেগে থাকবে। শাড়িটির শরীরে আঁকা হয়েছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী সব উপাদান। সেখানে উঠে এসেছে জাতীয় পশু, শিল্পকর্ম, মুদ্রা, ঢাকটিকিটের ছবি থেকে শুরু করে তাৎপর্যপূর্ণ বিল্ডিং—সবই। শাড়িটি তার শরীরে সমগ্র যুক্তরাজ্যকেই প্রতীকীভাবে ধারণ করে।
প্লাটিনাম জুবিলি উপলক্ষে দুই লাখের বেশি অনুষ্ঠান হবে। এর ভেতর এই শাড়িটি বাকিংহাম প্যালেসের সামনে প্রদর্শনীর জন্য রাখা হবে। তারপর উপহারস্বরূপ পাঠিয়ে দেওয়া হবে রানির দপ্তরে। রাজপরিবারের নিজস্ব জাদুঘরে স্থান পেতে পারে শাড়িটি।