পোশাকটি দেখে বোঝার উপায়ই নেই যে এটি আমাদের দেশীয় উপকরণে তৈরি। হ্যাঁ, বলছিলাম গতকাল শুক্রবার রাতে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বাঁধনের পরা পোশাকের কথা। মসলিন কাপড়ের এই রাফেলড পোশাক তৈরি করেছে ঢাকার ফ্যাশন হাউস আজারাজ। ফ্যাশন হাউসটির স্বত্বাধিকারী ও ডিজাইনার সুলতানা নাসরীন সুমি নিজে পোশাকটির নকশা করেছেন। তিনি জানালেন, কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার ঠিক এক সপ্তাহ আগে বাঁধন তাঁর কাছে এসেছিলেন। লালগালিচায় হাঁটার জন্য একটি দেশি কাপড়ের ড্রেস তৈরি করে দিতে বলেন তিনি।
তখন বাঁধন ডিজাইনারকে জানান, কানে তিনি একেক দিন একেক পোশাক পরবেন। আলাপ–আলোচনার একপর্যায়ে সুমি বাঁধনকে মসলিনের একটি পোশাক পরার পরামর্শ দেন। সুমি বলেন, ‘বাঁধনের কথা চিন্তা করেই পোশাকটির নকশা করি। আমি চেয়েছিলাম বাঁধনের মতো তার পোশাকটিও যেন আমাদের দেশের ঐতিহ্যবাহী কাপড়ের প্রতিনিধিত্ব করে।’
পুরো পোশাকটি মসলিনের। নিচের দিকে লাইনিং হিসেবে ব্যবহার করা হয়েছে মিক্সড সুতির কাপড়। একটু উৎসবের আবহ আনতে পুরো পোশাকে আছে সিকোয়েন্সের কাজ। রঙের বিষয়টি নিয়েও সুমি বলছিলেন, এ ধরনের উৎসবে তারকাদের সাধারণত কালো রঙের পোশাকই বেশি পরতে দেখা যায়। তবে তিনি চেয়েছিলেন বাঁধন একটু অন্য রকম রঙে সাজুক। সেই ভাবনা থেকে পার্পল অ্যাশ রঙের কাপড় নির্বাচন করেছিলেন। বাঁধন এ পোশাক কান উৎসবের রাতে পরার জন্য তৈরি করেছিলেন।
তবে ডিজাইনার সুমি নকশা করার সময় রাত ও দিন দুটি বিষয়কেই মাথায় রাখেন। সোজা ছাঁটের এ পোশাকের সামনে ফ্রিলের ব্যবহার পোশাকটির আভিজাত্য আরও বাড়িয়ে দিয়েছে। ওয়ান শোল্ডার মসলিন রাফেলড ড্রেসের সঙ্গে বাঁধন হাতে রেখেছিলেন প্রথম দিনের রুপালি ক্লচ ব্যাগ।
এদিকে ‘রেহানা মরিয়ম নূর’–এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ গতকাল পরেছিলেন আনুষ্ঠানিক পোশাক। ঢাকার একটি টেইলারিং দোকান থেকে এই পোশাক কেনা হয়।
৭৪তম কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।