স্বাস্থ্য জিজ্ঞাসা
আমি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, করোনার টিকা নিতে পারব?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
প্রশ্ন :
আমি দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। তিন মাস পরপর এসজিপিটি পরীক্ষা করা হচ্ছে। তিন বছর ধরে কখনোই লেভেল ৩০–এর বেশি হয়নি। এই অবস্থায় কি করোনা ভ্যাকসিন নেওয়া যাবে?—আলমগীর
মূলত হেপাটাইটিস হচ্ছে ভাইরাসজনিত লিভারের রোগ। অন্যদিকে কোভিডে আক্রান্ত হলে লিভারের ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে। আপনি উল্লেখ করেছেন, আপনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। এমতাবস্থায় করোনাভাইরাস যেন কোনোভাবেই আপনাকে সংক্রমিত করতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি। আপনার উল্লিখিত শারীরিক অবস্থা অনুযায়ী, আপনি নিশ্চিন্তে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে পারবেন।
পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মিয়া মাশহুদ আহমদ, মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভারব্যাধি বিশেষজ্ঞ, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা।
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫