করোনাকালে ডেঙ্গু প্রতিরোধে যা করবেন

ফি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসের পর ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করে। তবে চলতি বছর এই নভেম্বর মাসেও অনেক মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। করোনা মহামারির সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বাড়তি ঝুঁকিই বটে। এ রোগের বাহক এডিস মশা। করোনাকালে ডেঙ্গু প্রতিরোধে থাকতে হবে বেশি সচেতন।

আঁকা: এস এম রাকিবুর রহমান

বাসা কিংবা অফিসে টবের নিচের থালা, ফুলদানির পানি সপ্তাহে দুই দিন পরিষ্কার করুন

বালতি, কনটেইনার, ড্রাম, টায়ার ইত্যাদিতে যেন পানি জমে না থাকে

বাড়ির আশপাশের নালা, ম্যানহোল ঢেকে রাখুন এবং তাতে নিয়মিত মশার ওষুধ দিন

বাড়ির দরজা-জানালা লাগিয়ে রোজ ঘরে মশা মারার ওষুধ ছিটিয়ে দিন

ফুলহাতা ও হালকা রঙের পোশাক পরা ভালো

শিশুরা দিনের বেলা ঘুমালে মশারি টানিয়ে দিন

ত্বকে মশা প্রতিরোধক ওষুধ লাগান