বিশ্ব ক্যানসার দিবসে ‘বাংলাদেশেই সম্ভব উন্নত মানের ক্যানসার চিকিৎসা’ শিরোনামে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রথম আলো ফেসবুকে পেজে ওয়েবিনারের আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ‘বাংলাদেশেই সম্ভব উন্নত মানের ক্যানসার চিকিৎসা’ শিরোনামে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রথম আলো ফেসবুকে পেজে এক ওয়েবিনারের আয়োজন করা হয়। সঞ্চালকের সূচনা বক্তব্যে অনুষ্ঠানের শুরুতেই স্কয়ার হসপিটালস লিমিটেডের সহযোগী কনসালট্যান্ট (অনকোলজি) অরুণাংশু দাস বলেন, ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য, ‘আসুন ক্যানসার সেবায় বৈষম্য দূর করি’। ক্যানসার সেবার বৈষম্য সারা বিশ্বেই কমবেশি রয়েছে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে এ বৈষম্য সবচেয়ে বেশি। এ বৈষম্য কীভাবে কমানো যায় এবং কীভাবে এটা কমানো উচিত; সেটাই এবারের দিবসের মূল বিষয়।

অরুণাংশু দাস বলেন, ওয়েবিনারে এ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ক্যানসার বিশেষজ্ঞ ও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালটি সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোহাম্মদ এহতেশামুল হক এবং ক্যানসার বিশেষজ্ঞ ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক ডা. রকিব উদ্দীন আহমেদ।

আলোচনার শুরুতেই ক্যানসার বিশেষজ্ঞ ও ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালটি সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোহাম্মদ এহতেশামুল হক বলেন, ‘বাংলাদেশে ক্যানসার রোগী কত আছে, সেটার সঠিক কোনো পরিসংখ্যান জানা নেই। বিষয়টিই ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে আমাদের পিছিয়ে রেখেছে। গ্লোবাল ক্যানসার অবজারভেটরি পরিসংখ্যানমতে, বাংলাদেশে ক্যানসার রোগী দেড় লাখের মতো। আমার কাছে মনে হয়, সংখ্যাটা আরও অনেক বেশি।

পরিসংখ্যানে রয়েছে, ক্যানসারে মৃত্যু এক লাখের মতো। এটাও আমার কাছে মনে হয় আরও বেশি হবে। আমাদের ক্যানসার চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেই। বিশ্বের সঙ্গে তুলনা করলে আমাদের দেশে ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে অনেক বেশি বৈষম্য রয়েছে। এটা দূর করার জন্য সরকারি ও বেসরকারিভাবে কাজ করতে কবে। তাহলে ক্যানসার চিকিৎসায় বাংলাদেশ আরও ভালো করবে। সবচেয়ে বড় বিষয় হলো, সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে হবে।’

ক্যানসার বিশেষজ্ঞ ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক রকিব উদ্দীন আহমেদ বলেন, ‘প্রতিপাদ্যের সুর ধরেই আমি বলতে চাই, ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে যে অন্তরায় আছে, সেগুলো আরও কমাতে হবে। ক্যানসার চিকিৎসায় নারী-পুরুষের মধ্যে যেন কোনো ব্যবধান না থাকে।

বিশ্ব ক্যানসার দিবসে বিশেষ পর্ব ‘বাংলাদেশেই সম্ভব উন্নত মানের ক্যানসার চিকিৎসা’ শীর্ষক আলোচনায় বক্তারা
ছবি: সংগৃহীত

বেসরকারি ও সরকারি চিকিৎসাসেবায় কোনো গ্যাপ না থাকে। একই সঙ্গে ঢাকা আর জেলা বা উপজেলা শহরের চিকিৎসায় যেন কোনো গ্যাপ না থাকে, সেগুলো দূর করতে হবে; অর্থাৎ সব ক্ষেত্রে সবার জন্য ক্যানসার চিকিৎসা গ্রহণযোগ্য ও সর্বজনীন হয়। ক্যানসার চিকিৎসায় যেসব অন্তরায় রয়েছে, সেগুলো দূর করে আমরা সব চিকিৎসাসেবা যেন সময়োপযোগী, যুগোপযোগী, আধুনিক এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশে একই চিকিৎসা যেন দেওয়া যায়, সেই চেষ্টা করতে হবে।’