স্বাস্থ্য জিজ্ঞাসা
কয়েক মাস ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছি
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।
প্রশ্ন
আমার বসয় ২০ বছর। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৬৪ কেজি। কয়ে ক মাস ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছি। চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ সেবন করেছি এবং নিয়মমতো খাদ্য ও প্রচুর পানি পান করেছি, কিন্তু কোনো ফল পাইনি। এখন কিছুদিন ধরে কোমরের দুই পাশে ও বুকের পাঁজরের নিচে ব্যথা অনুভূত হয়। ঘুম থেকে ওঠার পর সকালবেলা প্রাতঃকৃত্য সারার আগে জোরে শ্বাস নিলে বা মলত্যাগ করলে পেটজুড়ে ব্যথা অনুভব হয়। রোজা রাখতে পারি না। সন্ধ্যার দিকে অকস্মাৎ নাভির আশপাশে একরকম অনুভূতি হয়। দিন দিন আমার চেহারা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে। পরামর্শ চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
আপনার বয়স কম, জটিল কোনো সমস্যা হওয়ার আশঙ্কা কম। আইবিএস জাতীয় সমস্যা হওয়ার আশঙ্কা বেশি। ওজন কমে যাচ্ছে কি না, সেটা স্পষ্ট করে বলেননি। রক্তশূন্যতা হচ্ছে কি না, সেটাও দেখা দরকার। কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থাকলে সেটার কারণ বের করা দরকার। আপনি কোনো একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন— ডা. মো. জাকির হোসেন, সহযোগী অধ্যাপক, পরিপাকতন্ত্র, যকৃৎ, প্যানক্রিয়াস বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫