প্রশ্ন
আমার স্ত্রীর বয়স ২০ বছর। আমরা বিয়ে করেছি ১১ মাস হলো। বিয়ের তিন মাস পর থেকে আমার স্ত্রীর শুধু রাতে জ্বর আসে। এর চিকিৎসা কী?—সিরাজুল ইসলাম
পরামর্শ
জ্বর কত ডিগ্রি পর্যন্ত ওঠে, আনুষঙ্গিক কোনো উপসর্গ যেমন ওজন হ্রাস, কাশি, অরুচি, গ্ল্যান্ড ফোলা ইত্যাদি আছে কি না, তা উল্লেখ করেননি। রাতে জ্বর আসা টিবি বা যক্ষ্মার লক্ষণ। তাই টিবির পরীক্ষাগুলো করা উচিত।
পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫