মাস দু-এক হলো কোনো গন্ধ পাচ্ছি না

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

নাক কান গলা

প্রশ্ন :

আমার বয়স ৩০ বছর। আমার টনসিলের দুই পাশে সাদা সাদা কিছু আটকে থাকে। আঙুল দিয়ে চাপ দিলে নরম ছোট ছোট দানা বেরিয়ে আসে। এ থেকে পরিত্রাণের উপায় কী?—নাম প্রকাশে অনিচ্ছুক

একে বলা হয় ইনসপিসেসেটেড পাস। টনসিলের কর্মক্ষমতা কমে গেলে বা টনসিল বারবার সংক্রমিত হলে এমন হতে পারে। এ নিয়ে চিন্তার কিছু নেই। তবে হাত বা অন্য কিছু দিয়ে এসব বের করার চেষ্টা করবেন না। খোঁচাখুঁচি করবেন না। গরম পানিতে লবণ দিয়ে প্রতিদিন গড়গড়া করবেন। ঠান্ডা লাগাবেন না।

পরামর্শ দিয়েছেন—ডা. এ এফ মহিউদ্দিন খান, সাবেক বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ।

কোভিড

প্রশ্ন :

আমার বয়স ৫০ বছর। মাস দু-এক হলো কোনো গন্ধ পাচ্ছি না, তবে খাবারের স্বাদ পাই। হালকা সর্দি ভাব আছে। কাশি, গলাব্যথা বা জ্বর নেই। গায়ের তাপমাত্রা স্বাভাবিক। করণীয় কী?—সাহিদুল হক

দুই মাস আগে আপনার কোভিডের কোনো উপসর্গ হয়েছিল কি না বা পরীক্ষা করিয়েছিলেন কি না, তা উল্লেখ করেননি। কোভিডে গন্ধহীনতা দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে। এ ছাড়া দীর্ঘমেয়াদি রাইনাইটিস বা সাইনুসাইটিসের কারণেও গন্ধ চলে যেতে পারে। স্নায়ুজনিত সমস্যায়ও হতে পারে।

পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।

চর্মরোগ

প্রশ্ন :

আমার বয়স ২৬ বছর। ছয় মাস হলো শরীরে কিছু কিছু অংশে শ্বেতী রোগের লক্ষণ দেখা যাচ্ছে। এর কী কোনো ওষুধ বা নিরাময়ের উপায় আছে?—কামনা বিশ্বাস

শ্বেতী বা ভিটিলিগো রোগের নানা আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা আছে। যেমন ত্বকে লাগানোর বা মুখে খাওয়ার নানা ওষুধ, ফটোথেরাপি এমনকি সার্জারিও। আপনার রোগের বিস্তৃতি ও ধরন বুঝে চিকিৎসা নিতে হবে। ভিটিলিগো একধরনের অটোইমিউন রোগ, যার সঙ্গে আরও নানা ধরনের শারীরিক সমস্যা থাকা বিচিত্র নয়। তাই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে ভালো হয়।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক মো. আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, চর্ম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ

কিডনি রোগ

প্রশ্ন :

আমার বয়স ১৭ বছর। আমার প্রস্রাব তুলনামূলক কম হয়। রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ প্রতি লিটারে ৬৭.৭ মাইক্রোমোল। বয়স অনুপাতে ক্রিয়েটিনিনের পরিমাণ কি ঠিক আছে? কিডনি ভালো আছে কি না কীভাবে বুঝব?—হাবিবা হোসনা

প্রস্রাবের পরিমাণ নির্ভর করে পানি পান করার ওপর। তুমি বেশি করে পানি পান করবে। ক্রিয়েটিনিনের মাত্রা ঠিক আছে। তোমার কিডনির কর্মক্ষমতা ভালো আছে। তবে পর্যাপ্ত পানি পানের পরও প্রস্রাবের পরিমাণ কম হলে একজন কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া ভালো। তিনি পুরো বিষয়টি নিরীক্ষণ করে দেখবেন।

পরামর্শ দিয়েছেন—ডা. এইচ এম মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, নেফ্রোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল

বক্ষব্যাধি

প্রশ্ন :

আমার বয়স ২৩ বছর। জন্মের পর আমার নিউমোনিয়া হয়েছিল, যার জন্য বছরে দু-একবার হাঁপানি হতো। আমার বয়স যখন ২০, তখন পরীক্ষা করার পরে বাঁ ফুসফুসে ব্রঙ্কাইটিস ধরা পড়ে এবং পুরো বাঁ ফুসফুস ডিসকালার দেখা যায়। চিকিৎসক ওষুধ দেন, সেটা খাই, তবে কোনো পরিবর্তন হয়নি। বাইরে যাওয়ার পর আবার পরীক্ষা করি, তাঁরা বলেন, সার্জারি করলে ঠিক হবে। সেমিস্টারের জন্য সেটি করা হয়নি। তাঁরা আরও বলেন, যখন আমি অসুস্থ হব, তখন চিকিৎসা নিতে। এখন কথা হলো—এটা কি ভালো হবে?—অমিত রহমান

আপনার বর্তমান ফুসফুসের সমস্যার নাম ব্রঙ্কাইটিস নয়, এর নাম ব্রঙ্কিয়েকটেসিস। এ রোগে ফুসফুসের এয়ার প্যাসেজগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু ওষুধ খাওয়ার পরও কোনো পরিবর্তন হয়নি এবং যদি এটা ফুসফুসের নির্দিষ্ট একটি জায়গায় সীমাবদ্ধ থাকে, তাহলে আপনি অপারেশন করলে সুস্থ হতে পারবেন। আর যে ফুসফুসটি ভালো আছে, আপাতত কোনো সমস্যা নেই। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শমতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই-মেইল: [email protected]

ফেসবুক পেজ: fb.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫