শিশুর দাঁতের যত্ন
এক বছরের আগেই বেশ কয়েকটি দাঁত বাচ্চাদের মুখে চলে আসে। সে ক্ষেত্রে অবশ্যই বাচ্চাদের অভিভাবককে পরিষ্কার সুতি কাপড় ভিজিয়ে অথবা নরম ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করে দিতে হবে। ফ্লুরাইডমুক্ত টুথপেস্ট পরিহার করতে হবে।
বাচ্চাদের অতিরিক্ত চুইংগাম ও চকলেটজাতীয় খাবার এবং ঠিক নিয়মে পরিষ্কার না করার জন্য ক্যাভিটি বা ক্ষয়রোগ বেশি হয়।
যাদের বয়স পাঁচ বছর: মিষ্টি চুইংগাম ও চকলেটজাতীয় খাবার কম খেতে হবে। খেলেও মুখ পানি দিয়ে কুলকুচি করতে হবে। ক্ষয়রোগ ক্যাভিটি পরিলক্ষিত হলে ডেন্টাল সার্জনকে দেখাতে হবে। মনে রাখতে হবে, দুধদাঁত বলে একে অবহেলা করার কোনো সুযোগ নেই।
বয়স যাদের ৫ থেকে ১২: এ বয়সে আক্কেল দাঁত ছাড়া সব স্থায়ী দাঁত মুখমণ্ডলে চলে আসে। সময়মতো যে দাঁত পড়ার কথা, সে দাঁত পড়ল কি না এবং যে সময় যে দাঁত ওঠার কথা, সেটা উঠল কি না, বাচ্চাদের পেস্ট আর ব্রাশ কেমন হওয়া উচিত, বাচ্চারা যেহেতু অনেক সময় ব্রাশ করার সময় পেস্ট খেয়ে ফেলে, তাই বাচ্চাদের পেস্ট হতে হবে ফুট গ্রেডের মানে। এখানে কোনো কৃত্রিম রং এবং প্রিজারভেটিভ উপাদান থাকা যাবে না, ফ্লোরাইডমুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে।
সহকারী অধ্যাপক, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিসিয়াল সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা