মেষ
একবার বাসে সিলেট থেকে ঢাকায় ফিরছি। পাশের প্রবীণ সহযাত্রী খুব কথা বলছেন। পথে নির্ধারিত রেস্তোরাঁয় খেতে নামলাম। তিনিও এসে আমার টেবিলে বসলেন। ইচ্ছামতো সব খাবার অর্ডার করলেন। তারপর চপার-চপার করে খেয়ে উঠে বললেন, আলহামদুলিল্লাহ, গোশতটা এরা ভালোই বানায়। চৌধুরী সাহেব, বখশিশটা ওরে একটু বাড়ায়া দিয়েন। আমি বুঝলাম যে বিলটা আমাকেই দিতে হবে। এমনিতেই দিতাম। যা-ই হোক, আমি তো আনন্দ পেয়েছি। ভালো একজন ভ্রমণসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই না?
বৃষ
বানর খুব লোভী, স্বার্থপর এবং হিংস্র প্রাণী। মানুষের মধ্যেও এ রকম অনেক পাওয়া যায়। এড়িয়ে চলবেন।
মিথুন
শরৎচন্দ্র বলেছেন, একজনের দুঃখ যখন অন্যজনের হাসির কারণ হয়, তখন এর চেয়ে মর্মান্তিক আর কিছু নেই। সম্প্রতি ইউটিউবে দেখলাম, বিশাল একটি গ্রেহাউন্ড কুকুরকে কয়েকজন লোক মিলে ধরে আছে। পেছন থেকে তাকে ইনজেকশন দেওয়া হবে। যেই না সুইটা ঢোকাল, অমনি সে হেঁউ উ করে এমন বিকট এবং করুণ একটা আর্তনাদ করে উঠল যে আমার হাসি পেয়ে গেল। শরৎচন্দ্রের কথাটা আর মনে রাখতে পারলাম না।
কর্কট
পকেটে পয়সা না থাকলেও যে বুক ফুলিয়ে হাঁটতে পারে, সে–ই তো প্রকৃত বীর। হাসিমুখে থাকুন। আজ কষ্ট, কাল সুখ।
সিংহ
সাহসী সিংহকে আটকাতে পারে, পৃথিবীতে এমন কে আছে? ভয় নেই, সামনে মিলন স্বর্গ।
কন্যা
আমার প্রাণের প্রতিবেশী কন্যা রাশির শিল্পী মহলানবিশ অনেক বছর আগে এক জোড়া মুখ লাগানো বোতল আমাকে উপহার দিয়েছিল। এতে জীবাণু জমে না। আমি আজও ব্যবহার করি আর মনে মনে ভাবি, সবার জীবনে কন্যা রাশির কেউ থাকুক।
তুলা
এক পরীক্ষা গেল। আরও পরীক্ষা পার হয়ে যাবেন।
বৃশ্চিক
দুটি কাজের ফাঁকে বিশ্রাম নিন। তাহলে আরও কাজ, আরও সাফল্য।
ধনু
কেউ আপনাকে ভুল বুঝলে তা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। সব ঠিক হয়ে যাবে।
মকর
সাহস ও বুদ্ধি আপনাকে পথ দেখাবে।
কুম্ভ
সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের প্রবল আশা। ডেট এক্সপায়ার্ড হয়ে গেলে কিছু করার নেই।
মীন
আপনার ভবিষ্যৎ ফরসা। শুনে রাগ করবেন না। ফরসা মানে তো উজ্জ্বল।