বলিউড তারকাদের সবচেয়ে জনপ্রিয় বাড়ির দৌড়ে এগিয়ে থাকবে ‘জলসা’। এই বাড়ির সামনেই প্রতিদিন অপেক্ষার প্রহর কাটে শত ভক্তের। খুব কমই দেখা মেলে তাঁদের স্বপ্নের নায়ক অমিতাভ বচ্চনের। তবে না মিললেও কম কী! ‘জলসা’ তো চোখে দেখা হলো। ‘জলসা’ ছাড়াও ‘প্রতীক্ষা’ ও ‘জনক’ নামে মুম্বাইয়ের জুহুর বুকে আরও দুটি বাড়ি আছে বলিউডের মেগা তারকা অমিতাভ বচ্চনের। বিখ্যাত এই বাড়ির অন্দর দেখতে দেখতে জেনে নেওয়া যাক বাড়িটি সম্পর্কে।