থাই ম্যাংগো বিফ সালাদ
উপকরণ
ম্যারিনেশনের জন্য: গরুর মাংস লম্বা স্লাইস ১ কাপ, রসুন ক্র্যাশ করা ৩-৪ কোয়া, সয়া সস ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, অলিভ অয়েল ১ টেবিল চামচ।
সালাদের জন্য: গাজর চিকন করে কুচি করা আধা কাপ, বাঁধাকপি চিকন করে কুচি করা আধা কাপ, শশা চিকন করে কুচি করা আধা কাপ, আধা পাকা আম কিউব ১ কাপ।
ড্রেসিংয়ের জন্য: কাঁচা মরিচের কুচি ২টি, মধু ১ টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ ধনেপাতা পরিমাণমতো, গ্রিন চিলি সস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি
মাংসের সঙ্গে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এবার অলিভ অয়েলে ভেজে তুলে রাখুন। সালাদের উপকরণও ভেজে নেওয়া মাংসের সঙ্গে ড্রেসিং করে পরিবেশন করুন।
স্টার ফ্রাই বিফ উইথ ম্যাংগো
উপকরণ
গরুর মাংস লম্বা স্লাইস ২ কাপ, আদা–রসুন বাটা ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, মাখন ২ টেবিল চামচ, শক্ত পাকা আম লম্বা করে কাটা ১ কাপ, টমেটো লম্বা করে কাটা আধা কাপ, শসা লম্বা করে কাটা আধা কাপ, কাঁচা মরিচের কুচি ৩-৪টি।