বিদেশে ঘুরতে গিয়ে অনেকেই সেখানকার স্থানীয় খাবারের স্বাদ নিতে চান। তবে মনে মনে যে দেশি খাবার খোঁজেন না, তা নয়। আবার মার্কিন মুলুকের লোকেরাও যে ভারতীয় খাবার চেখে দেখতে চান! তাই প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ‘সেকেন্ড হোম’ মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানকার প্রবাসী ভারতীয় বন্ধুবান্ধবের সঙ্গে খুলেছেন রেস্তোরাঁ ‘সোনা’। সম্প্রতি ‘সোনা’ শুরু করেছে নতুন কার্যক্রম, ‘সোনা হোম’। সেখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। হবে ‘গেট টুগেদার’, আংটি বদল বা বিয়ের অনুষ্ঠান! এক নজরে দেখে নেওয়া যাক সোনা ও সোনা হোমের অন্দর।