বলিউড তারকাদের পেটপ্রীতি
বাড়িতে পশুপালনের রীতি বহু পুরোনো। তারকারাও পশু–পাখিদের স্থান দেন নিজের বাড়িতে। তারাই হয়ে ওঠে আপনজন, পরিবারের সঙ্গী। মন খারাপ, মন ভালো, মর্নিং ওয়াক, উদ্যাপন—সবকিছুর সঙ্গী এই প্রাণীরা। মাধুরী তো নিয়ম করে তাঁদের পোষা কুকুরকে কত্থক নাচ শেখান। এদিকে প্রিয়াঙ্কা চোপড়াদের তিনটা কুকুর। জিনো, ডায়না আর পান্ডে। তাদের আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। আর আছে লাখ লাখ ফলোয়ার। দেখে নেওয়া যাক তারকাদের এই সঙ্গীসাথিদের।
মনটা বিষণ্ন থাকলে নিজের কুকুরের সঙ্গে সময় কাটান শাহরুখ খান। বেশ কয়েকটি পোষা কুকুর আছে তাঁর—জাপানি কুকুর ‘চিন’, ল্যাব্রাডর ‘হাল্ক’। ‘কাই’ ও ‘জুস’ নামে দুটি ‘মাল্টিজ’ ব্রিডও আছে। তবে তাঁর সবচেয়ে পছন্দের ‘ড্যাশ’ মারা গেছে। এই নিয়ে টুইটারে শোক প্রকাশ করেছিলেন কিংখান।
মাধুরী দীক্ষিতদের কুকুরে নাম কারমেলো নেনে। তাকে মাধুরী নাচ শেখান।
একটি ল্যাব্রাডর আছে আনুশকা শর্মার, ‘ডুড’। প্রতিদিনই আনুশকা ডুডর সঙ্গে সময় কাটান। এই আনুশকা আর বিরাটের ব্রুনো নামে আরেকটা কুকর ছিল। সে ২০২০ সালের মার্চে মারা যায়। রাস্তার কুকুরের জন্য একটি আশ্রয়কেন্দ্র বানিয়েছেন আনুশকা।
বিড়াল ভীষণ ভয় পান প্রিয়াঙ্কা চোপড়া। তবে কুকুর পোষেন এই ‘কোয়ান্টিকো’ তারকা। একটি নয়, দুটি নয়, তাঁর তিন–তিনটে সারমেয়। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তারা ভীষণ জনপ্রিয়। ‘ব্রান্ডো’ নামে আরেকটা কুকুর ছিল প্রিয়াঙ্কার। হলিউডের বিখ্যাত অভিনেতা মার্লোন ব্রান্ডোর নামে নাম রেখেছিলেন
সালমানও কুকুরপাগল। তাঁর ফরাসি জাতের দুটো কুকুরের নাম ‘মাইসান’ ও ‘মাইলাভ’। ‘বীর’ নামে আরেকটি কুকুর আছে তাঁর। কুকুরগুলোর ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস তিনি। বলা হয়ে থাকে, এতটা সিরিয়াস তিনি নিজের প্রেমের সম্পর্ক বা বিয়ের ব্যাপারেও নন। রাজস্থানে সুপারহিট ‘বাজরঙ্গি ভাইজান’ সিনেমার শুটিং চলার সময় কুকুরের অসুস্থতার খবর শুনে শুটিং স্থগিত করে ফিরে এসেছিলেন সালমান।
আলিয়াও থাকেন পোষা প্রাণীদের সঙ্গে। তাঁর বেশ কয়েকটা বিড়াল আছে। এর মধ্যে একটা বিড়ালের নাম পিক্কা। প্রিয় কার্টুন ‘পোকেমন’–এর জনপ্রিয় চরিত্র ‘পিকাচুর’ থেকে নামটি ধার করেছেন তিনি। ২০১৪ সালে একটি ক্যালেন্ডার ফটোশুটে ‘পিক্কা’কে নিয়েই পোজ দিয়েছিলেন! আলিয়ার বোন শাহিন ভাটের আবার একটি বানর আছে।
আলিয়াও থাকেন পোষা প্রাণীদের সঙ্গে। তাঁর বেশ কয়েকটা বিড়াল আছে। এর মধ্যে একটা বিড়ালের নাম পিক্কা। প্রিয় কার্টুন ‘পোকেমন’–এর জনপ্রিয় চরিত্র ‘পিকাচুর’ থেকে নামটি ধার করেছেন তিনি। ২০১৪ সালে একটি ক্যালেন্ডার ফটোশুটে ‘পিক্কা’কে নিয়েই পোজ দিয়েছিলেন! আলিয়ার বোন শাহিন ভাটের আবার একটি বানর আছে।শ্রীলঙ্কান সুন্দরী, বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের বাড়িকে বাড়ি না বলে মিনি চিড়িয়াখানা বলাই সঠিক। কুকুর–বিড়াল দিয়ে বাড়ি ভরে ফেলেছেন তিনি। তাঁর বাড়িতে আছে সাতটা কুকুর, দুটি বিড়াল, তিনটি বানর, বেশ কয়েকটি বড় বড় মাছের অ্যাকুয়ারিয়ামসহ আরও নানা কিছু। প্রাণী অধিকার নিয়েও কাজ করেন এই অভিনেত্রী।