default-image
বিজ্ঞাপন

ফ্যাশন ডিজাইনার এমদাদ হক এই বৈশাখে নিয়ে এসেছেন খাদি শাড়ি। অফ হোয়াইট শাড়িতে লাল-কালো কম্বিনেশনের পাড়। আর ভ্যালু অ্যাড করা হয়েছে এমব্রয়ডারিতে। তা ছাড়া রয়েছে ভিন্ন ভিন্ন শেডের সুতি মলমল শাড়ি।

এই শাড়িতে টাই-ডাই করে কাঁথা স্টিচ, ব্লক প্রিন্ট ও হাজার বুটিতে ডিজাইন করা হয়েছে। এ ছাড়া আছে টাই-ডাই পাঞ্জাবি ও নানা ডিজাইনের কুর্তি। তিনি এবার থিম হিসেবে বেছে নিয়েছেন কার্পেটের নকশা। এমদাদ হকের পোশাক অর্ডার করা যাবে তাঁর ফেসবুক পেজের (@IamEmdadHoque) মাধ্যমে। এ ছাড়া সরাসরি ফোনও (০১৮৩৩৩৭৫১১১) করা যেতে পারে।

কেনাকাটা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন