default-image

ক্রেতাদের কেনাকাটার ওপর পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফট দিচ্ছে সুপার সেল। নির্বাচিত পোশাকে মিলছে ৫০ শতাংশ মূল্যছাড়। সব আউটলেটে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা। প্রতিটি আউটলেটেই আছে ঋতু উপযোগী দারুণ সব পোশাকের বিশাল সংগ্রহ। ৫০ শতাংশ সাশ্রয়ী মূল্যে পরিবারের পছন্দের পোশাকটি পেতে নিরাপদ পরিবেশে যেকোনো আউটলেটে যেতে পারবেন ক্রেতারা। স্বাস্থ্যবিধি মেনে কে ক্র্যাফটের প্রতিটি আউটলেট ক্রেতাদের সেবায় নিয়োজিত আছে।

default-image

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমল্লিা, খুলনা, বগুড়া, নারায়ণগঞ্জসহ সব আউটলেটে কেনাকাটা করা যাবে বিশেষ হ্রাসকৃত দামে। বর্তমান সময়ে কেনাকাটায় স্বাচ্ছন্দ্য ও সাশ্রয় এনে দিতে কে ক্র্যাফট নিয়েছে সময়োপযোগী এই বিশেষ উদ্যোগ।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0