নতুন ম্যাকবুক প্রো, সর্বোচ্চ দাম ২ লাখ ৯৫ হাজার টাকা

বাজারে এল অ্যাপলের নতুন ম্যাকবুক প্রোর দুটি মডেলছবি: সংগৃহীত

বাজারে এল অ্যাপলের নতুন ম্যাকবুক প্রোর দুটি মডেল। গ্যাজেট দুটি বাংলাদেশের বাজারে এনেছে প্রযুক্তি খাতে রিটেইলার ও অ্যাপল পণ্যের অথরাইজড রিসেলার ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’। এই প্রতিষ্ঠান এর আগে বাজারে এনেছিল ম্যাকবুক প্রোর ১৩ ইঞ্চি মডেল। এবার এল ১৪ ও ১৬ ইঞ্চির দুটি মডেল।


১৪ ইঞ্চি স্ক্রিনের ম্যাকবুক প্রোর স্থায়ী মেমোরি রমের জায়গার ভিত্তিতে দুটি ভার্সন আছে। ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি রম–সম্পন্ন ভার্সনের দাম ২ লাখ ১৯ হাজার ৯৯০ টাকা। ১৬ জিবি র‌্যাম ও ১ টিবি (টেরাবাইট) রম–সম্পন্ন ভার্সনের দাম ২ লাখ ৬৯ হাজার ৯৯০ টাকা।


১৬ ইঞ্চি স্ক্রিনের ম্যাকবুক প্রোরও রমের জায়গার ভিত্তিতে দুটি ভার্সন আছে। ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি রম–সম্পন্ন ভার্সনের দাম ২ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকা। ১৬ জিবি র‌্যাম ও ১ টিবি রম–সম্পন্ন ভার্সনের দাম ২ লাখ ৯৫ হাজার ৯৯০ টাকা।

ওই দুটি মডেলে নতুন এম-ওয়ান প্রো এবং এম-ওয়ান ম্যাক্স চিপসেটের পাশাপাশি দেওয়া হয়েছে নতুন কিছু পোর্ট। এইচডিএমআই পোর্ট ও এসডি কার্ড রিডার ফিরিয়ে আনা হয়েছে ডিভাইসে। নতুন মডেলে চার্জিংয়ের জন্য যুক্ত হয়েছে ম্যাগসেফ থ্রি কানেক্টর। এছাড়া রয়েছে লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লে, স্পেশাল অডিও সিস্টেম ও স্ট্যান্ডার্ড থান্ডারবোল্ট পোর্টের সাপোর্ট।


এসবের পাশাপাশি গ্যাজেট অ্যান্ড গিয়ারের গ্রাহকরা পাচ্ছেন ১২ মাসের অ্যাপলের অফিসিয়াল ওয়ারেন্টি সুবিধা। এই সুবিধা দেশের ভেতরে ও আন্তর্জাতিকভাবে নেওয়া যাবে।