রান্নাঘরের ছবি দিন, এসি, ডায়ামন্ড জিতে নিন
আপনার সাজানো–গোছানো রান্নাঘরের ছবি তুলুন। সেলফিও তুলতে পারেন। আজই শেষ দিন। আপনার পরিপাটি রান্নাঘরে ছবি পাঠিয়ে দিন। ফ্রেশ এলপি গ্যাসের ফেসবুক পেজে (এই লেখার শেষে ফেসবুক পেজের ঠিকানা জুড়ে দেওয়া হলো) ছবির সঙ্গে নিজের নাম, ঠিকানা আর ফোন নম্বর দিতে ভুলবেন না। আর ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টেও শেয়ার করতে হবে। হ্যাশট্যাগে লিখতে হবে #freshlpg আর #bestkitchen।
আপনি কেন নির্দেশনা অনুযায়ী ছবি পোস্ট করবেন? কেননা সেরা পাঁচজন পাবেন যথাক্রমে এক টন এসি (একজন), ওয়াশিং মেশিন (একজন), নতুন স্মার্টফোন (একজন), ডায়মন্ডের চেইন (একজন) ও সোনার আংটি (একজন)। শুধু তা–ই নয়, নিশ্চিত পুরস্কার হিসেবে, প্রথম ৫০০ জন পাবেন ফ্রেশ এলপি গ্যাসের পক্ষ থেকে একটি আকর্ষণীয় কিচেন অ্যাপ্রন। তাই আর দেরি না করে ঝটপট পাঠিয়ে দিন রান্নাঘরের ছবি। কেননা, আজই শেষ হচ্ছে ‘ফ্রেশ এলপি গ্যাস-সেরা রান্নাঘরের খোঁজে’ ক্যাম্পেইন।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর একটি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এরই পণ্য ফ্রেশ এলপি গ্যাস আয়োজনে চলছে ‘সেরা রান্নাঘরের খোঁজে’ শীর্ষক ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি শুরু করার সঙ্গে সঙ্গে সাড়া ফেলেছে ফেসবুকে। ইতিমধ্যে ক্যাম্পেইনটিতে অসংখ্য নেটিজেন অংশগ্রহণ করেছেন। ১৮ জুলাই থেকে শুরু হয় এই ক্যাম্পেইন। ইতিমধ্যে অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া এবং মুমতাহিনা টয়াও এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। ক্যাম্পেইনটি শেষ হওয়ার পর ফ্রেশ এলপি গ্যাসের ফেসবুক পেজে শিগগিরই ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। আর সেই বিজয়ী হতে পারেন আপনিও।
ফ্রেশ এলপি গ্যাসের ফেসবুক পেজের অনলাইন লিংক: https://www.facebook.com/freshlpgasbd