ঈদের অগ্রিম টিকিট কখন, কোথায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বুধবার ২২ মে। টিকিট বিক্রি চলবে ২৬ মে পর্যন্ত। এবার সকাল ৯টা থেকে টিকিট দেওয়া শুরু হবে। ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র লাগবে। বুধবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনসহ বিমানবন্দর, বনানী, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া থেকে আগাম টিকিট বিক্রয় করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য এবারই প্রথম পাঁচটি স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়েছে। এর আগে শুধু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হতো। আগাম টিকিট দেওয়ার প্রথম দিনে বুধবার ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পেরেছেন।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবার অ্যাপসের মাধ্যমে ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রির কথা থাকলেও অ্যাপসে টিকিট কাটতে পারেননি যাত্রীরা।

ঈদের অগ্রিম টিকিট বিক্রির তারিখ
★ ২২-০৫-১৯ এ পাওয়া যাবে ৩১-০৫-১৯ এর টিকিট
★ ২৩-০৫-১৯ এ পাওয়া যাবে ০১-০৬-১৯ এর টিকিট
★ ২৪-০৫-১৯ এ পাওয়া যাবে ০২-০৬-১৯ এর টিকিট
★ ২৫-০৫-১৯ এ পাওয়া যাবে ০৩-০৬-১৯ এর টিকিট
★ ২৬-০৫-১৯ এ পাওয়া যাবে ০৪-০৬-১৯ এর টিকিট

ঈদের ফিরতি টিকিট বিক্রির তারিখ
★ ২৯-০৫-১৯ এ পাওয়া যাবে ০৭-০৬-১৯ এর টিকিট
★ ৩০-০৫-১৯ এ পাওয়া যাবে ০৮-০৬-১৯ এর টিকিট
★ ৩১-০৫-১৯ এ পাওয়া যাবে ০৯-০৬-১৯ এর টিকিট
★ ০১-০৬-১৯ এ পাওয়া যাবে ১০-০৬-১৯ এর টিকিট
★ ০২-০৬-১৯ এ পাওয়া যাবে ১১-০৬-১৯ এর টিকিট

*স্টেশন ভেদে অগ্রিম টিকিট প্রাপ্তির স্থান
বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচলকারী দক্ষিণ ও উত্তর বঙ্গের ট্রেন (লালমণি, রংপুর, দ্রুতযান, একতা, নীলসাগর, সিল্কসিটি, পদ্মা, ধূমকেতু, বনলতা, চিত্রা, সুন্দরবন, সিরাজগঞ্জ) ইত্যাদি ট্রেনের টিকিট পাওয়া যাবে কমলাপুর রেলওয়ে স্টেশনে।

#বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে
#তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে
#বনানী স্টেশন থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেন বিক্রি হচ্ছে
#ফুলবাড়িয়া (পুরাতণ রেলভবন) সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।