হয়ে গেল রাধারমণ লোক উৎসব

গীতিকবি রাধারমণ দত্তের অনন্য সৃষ্টি লোকগান ও তার জীবনদর্শন নিয়ে কানাডার টরন্টোতে হয়ে গেল ‘রাধারমণ ফোক ফেস্টিভ্যাল ২০১৯’। ছবি: সংগৃহীত
গীতিকবি রাধারমণ দত্তের অনন্য সৃষ্টি লোকগান ও তার জীবনদর্শন নিয়ে কানাডার টরন্টোতে হয়ে গেল ‘রাধারমণ ফোক ফেস্টিভ্যাল ২০১৯’। ছবি: সংগৃহীত

গীতিকবি রাধারমণ দত্তের অনন্য সৃষ্টি লোকগান ও তার জীবনদর্শন নিয়ে কানাডার টরন্টোতে হয়ে গেল ‘রাধারমণ ফোক ফেস্টিভ্যাল ২০১৯’। গত ২১ জুন সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত নান্দনিক আগা খান মিউজিয়াম মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

রাধারমণ লোক উৎসবের অতিথি শিল্পী হিসেবে বাংলাদেশ থেকে আসেন চন্দনা মজুমদার, আশিক ও পিন্টু ঘোষ। আর টরন্টো থেকে গান পরিবেশন করেন শিল্পী তমা পাল, তমা রায় ও সাবু শাহ। ধামাইল সংগীতের প্রবর্তক রাধারমণ দত্তের ধামাইল নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। ছিল সুকন্যা নৃত্যাঙ্গনের নৃত্য পরিবেশনা।

গীতিকবি রাধারমণ দত্তের অনন্য সৃষ্টি লোকগান ও তার জীবনদর্শন নিয়ে কানাডার টরন্টোতে হয়ে গেল ‘রাধারমণ ফোক ফেস্টিভ্যাল ২০১৯’। ছবি: সংগৃহীত
গীতিকবি রাধারমণ দত্তের অনন্য সৃষ্টি লোকগান ও তার জীবনদর্শন নিয়ে কানাডার টরন্টোতে হয়ে গেল ‘রাধারমণ ফোক ফেস্টিভ্যাল ২০১৯’। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অংশ নেন টরন্টো বাংলাদেশ কনসাল জেনারেল, সাংসদ, রাজনীতিবিদ, সমাজকর্মীসহ সুধীজন। উৎসবের প্রবেশ মূল্য ধরা হয়েছিল ৫০ ডলার ( ফ্রি পার্কিং সুবিধাসহ)।

উৎসবের আয়োজক প্রতিষ্ঠান ড্যানফোর্থ এক্সপ্রেস। আয়োজন সহযোগী হিসেবে ছিল ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড বাংলাদেশ, জেএনআর লিগ্যাল সার্ভিসেস, রিয়েলেটর দেবব্রত দে,ঝংকার টিভি ও সংস্কৃতি বিষয়ক অনলাইন পত্রিকা গানপার।