শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বার্ষিক বিতর্ক কর্মশালা শেষে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। ছবি: সংগৃহীত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বার্ষিক বিতর্ক কর্মশালা শেষে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটির সভাপতি মো. রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আবদুল জব্বার শিহাব। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহামেদ নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন। 

এ ছাড়া ওই দিন বিতর্ক কর্মশালা ও নতুন বিতার্কিকদের উৎসাহের জন্য শো ডিবেটের আয়োজন করা হয়।

বিতর্ক কর্মশালায় বিতর্কের প্রয়োজনীয়তা, বিতর্কের সৌন্দর্য, সনাতনী বিতর্ক ও সংসদীয় বিতর্কের ওপর আলোচনা করেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাবেক সভাপতি রাশেদুল আলম রাসেল ও ডিইউডিএসের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

সন্ধ্যায় ছিল শো ডিবেট। ‘এই সংসদ কৃষি পণ্য উৎপাদনের চেয়ে কৃষি পণ্য রপ্তানিতে অধিক মনোযোগ দেবে’ শিরোনামে বিতর্ক করেন সাইফ, তন্বী, নিশাত, ফাতেমা, তুষার ও সুব্রত। বিতর্ক স্পিকার ছিলেন কৃষিতত্ত্ব বিভাগের প্রভাষক আবদুল আওয়াল চৌধুরী।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বার্ষিক বিতর্ক কর্মশালা শেষে শিক্ষার্থীদের সঙ্গে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিতার্কিকেরা। ছবি: সংগৃহীত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বার্ষিক বিতর্ক কর্মশালা শেষে শিক্ষার্থীদের সঙ্গে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিতার্কিকেরা। ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল জব্বার শিহাবের সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর ও নতুন কমিটি অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহামেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য ড. মো. সেকেন্দার আলী, অতিথি হিসেবে কোষাধ্যক্ষ ড. মো. আনোয়ারুল হক বেগ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া প্রমুখ।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। ছবি: সংগৃহীত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। ছবি: সংগৃহীত

নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল উদ্দিন আহামেদ বলেন, ‘আমি প্রত্যাশা করছি এই কমিটি তাদের সোনালি অতীত অর্জনের ধারা অব্যাহত রাখবে। বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক চর্চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদাই উদার ও সচেষ্ট। আজকের এ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছ, আমি তাদের এতটুকু আশ্বস্ত করতে চাই, নিশ্চয়ই তোমরা ভালো একটি সংগঠনের সঙ্গেই আছো। কেননা, এ রকম গঠনমূলক সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের ভুল পথে পরিচালিত হতে বিরত রাখে।’ তিনি বলেন, ‘শিল্প, সাহিত্য, মুক্তবুদ্ধিচর্চাসহ নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতের মতো সর্বদাই তোমাদের পাশেই থাকবে। আগামীর দিনগুলোতে আরও সাফল্যমণ্ডিত হউক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অর্জনসমূহ।’