পাহাড়ে কায়াকিং প্রতিযোগিতার আয়োজন

পূর্ণা চাকমা ও হিলারী কায়াকে। ছবি: সংগৃহীত
পূর্ণা চাকমা ও হিলারী কায়াকে। ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও ডাইভার্সিটি ট্যুরসের (Diversity Tours) সহযোগিতায় নারীদের মধ্যে কায়াকিং প্রতিযোগিতার আয়োজন করে।

কায়াকিং প্রতিযোগিতার আগে আয়োজন করা হয় অনুশীলনের। জয়ী হই আমরাই। আমার সঙ্গে ছিলেন হিলারী।

১২টি কায়াকে ২৪ জন (২৪ জনই রেজিস্ট্রেশন করা)। আনুমানিক ২ কিলোমিটারের মতো মঞ্চ থেকে দূরত্বে প্রতিযোগীরা অবস্থান করেন। রেসে সব বয়সী নারীরা অংশ নেন। আমি আর হিলারী নীল রঙের কায়াকে উঠি, সঙ্গে লাইফ জ্যাকেট। কায়াকিং রেস শুরু হওয়ার আগেই একটি কায়াকের দুই রেসার দুর্ঘটনায় পড়েন। পুরো কায়াক পানিতে উল্টে যায়। লাইফ জ্যাকেট সঙ্গে থাকায়, কোনো রকম সাঁতরে আয়োজক কমিটির বোটে উঠতে সক্ষম হন তাঁরা। এ সবের ভিড়েও তীব্র উত্তেজনা। রাঙামাটিতে প্রথম কায়াকিং প্রতিযোগিতা!......আমি সাঁতার পারি না! তবে, সাহস ছিল মনে!.... কে হবে প্রথম? কারা হবে প্রথম কায়াকিং রেসার? নানা প্রশ্ন তখন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে! সবাই বয়সে বড় আর আগে আমরা কোনো দিন কায়াকে চড়িওনি! তবে, কায়াকিং প্রতিযোগিতা আয়োজন করার আগে ডাইভার্সিটি ট্যুর থেকে আমাদের ২০১৮ সালের ১৬ ও ১৭ অক্টোবর (রেজিস্ট্রেশন করা প্রতিযোগীদের) ফ্রি কায়াকিং অনুশীলন করার জন্য আলাদা ইভেন্ট ‘গাঙসাবারাং’ (রেস্টুরেন্টের নাম) করে দেওয়া হয়। কায়াক প্রতি ঘণ্টায় ৭ কিলোমিটার নৌপথ পাড়ি দিতে সক্ষম। ১৬ অক্টোবর বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত! বেলা ১টার সময়ে কিছুটা জিরিয়ে হালকা নাশতা করে আবার নেমে পড়ি। আবারও ঘণ্টাখানেকের মতো অনুশীলন। অনুশীলনে শিখলাম আসলে কৌশল জানতে হবে। রিদম মিলিয়ে আমরা যদি রোয়িং করি তাহলে নির্দিষ্ট লেভেল ক্রস করা সম্ভব। পরদিন (১৭ অক্টোবর) পুরো শরীর ব্যথা! সে জন্য অনুশীলনে যাইনি। শুধু ৪ ঘণ্টার মতো অনুশীলন নিয়ে রেসে অংশ নিই। ১৮ অক্টোবর বেলা ২টায় ফাঁকা গুলির আওয়াজে রেস শুরু হয়। ১১টি কায়াককে পেছনে রেখে আমরাই প্রথম স্থান অর্জন করি। রেস শুরু হওয়ার পর মনের মধ্যে তেমন দুশ্চিন্তা কাজ করেনি। তখন টার্গেট ছিল আমাদের শুধু লেভেলটি ক্রস করা। অতঃপর আমরাই প্রথম কায়াকিং রেসার হওয়ার গৌরব অর্জন করি।

কায়াকিং প্রতিযোগিতায় সেরা তিন বিজয়ী জুটি। ছবি: সংগৃহীত
কায়াকিং প্রতিযোগিতায় সেরা তিন বিজয়ী জুটি। ছবি: সংগৃহীত
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙামাটি ক্রীড়া সংস্থা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও ডাইভার্সিটি ট্যুরসের সহযোগিতায় কায়াকিং প্রতিযোগিতার আয়োজন করেছিল। ছবি: সংগৃহীত
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙামাটি ক্রীড়া সংস্থা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও ডাইভার্সিটি ট্যুরসের সহযোগিতায় কায়াকিং প্রতিযোগিতার আয়োজন করেছিল। ছবি: সংগৃহীত

পূর্ণা চাকমা: রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, ইতিহাস বিভাগ