ঢাকা বিশ্ববিদ্যালয়ে পল্লিকবি বিতর্ক প্রতিযোগিতা শুরু

ঢাবি বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবে ‘একাদশ পল্লিকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়েছে। প্রতিযোগিতা উপলক্ষ্য প্রকাশিত স্মরণিকা ‘উজান গাঙের নাইয়া’-এর মোড়ক উন্মোচন করা হয়। ছবি: সংগৃহীত
ঢাবি বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবে ‘একাদশ পল্লিকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়েছে। প্রতিযোগিতা উপলক্ষ্য প্রকাশিত স্মরণিকা ‘উজান গাঙের নাইয়া’-এর মোড়ক উন্মোচন করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের আয়োজনে গত বুধবার থেকে চার দিন ব্যাপী ‘একাদশ পল্লিকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়েছে। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিতর্ক ক্লাবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতর্ক ক্লাব অংশগ্রহণ করছে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিতর্ক চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মুহাম্মদ সামাদ বলেন, বিতর্ক সত্যের চর্চা করে, সমাজকে আলোকিত করে এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করে। যারা বিতর্ক চর্চা করে, আলোচনা সভা করে, জ্ঞানের চর্চা করে তারা শুধু সিলেবাসের নির্দিষ্ট বই থেকেই শিক্ষা নেয় না বরং এর বাইরে থেকেও শিক্ষা নেয়। তিনি ক্লাসের পড়াশোনাকে পরিপূর্ণতা দিতে নিয়মিত বিতর্ক চর্চার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এই প্রতিযোগিতা উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘উজান গাঙের নাইয়া’-এর মোড়ক উন্মোচন করা হয়।

কবি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি মো. রুশো তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংসদ অসীম কুমার উকিল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হল সংসদের সভাপতি মো. ফরহাদ আলী, হল ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলে হুদা বাবু, ডিবেটিং ক্লাবের সহকারী মডারেটর রেজাউল করিম এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি এস. এম. রাকিব সিরাজী বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হল কবি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মহসীন আলম শুভ্র।