বাঁশখালীতে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঁশখালীতে ছাত্রছাত্রীদের নিয়ে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

দেশের অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি শিরোনামে বিতর্কের পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করে দুই দল। তুমুল প্রতিযোগিতার মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতায় জয় পায় বিপক্ষ দল। বিপক্ষ দলের দলনেতা ফাহমিদা সুলতানা শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। তাঁর দলের অন্যান্য সদস্যরা হলেন সিফাত সাদিয়া এবং আবিদা সুলতানা। পক্ষ দলের বিতার্কিকেরা হলেন শারমিন আক্তার, সুমন দেব এবং তাসনীম হায়দার।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। অপর বিচারকেরা হলেন বিদ্যালয়ের শিক্ষক প্রকাশ কান্তি দাশ, সোলেমান এবং শওকত ইসলাম।

বিচারকেরা জানান, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের মতের প্রতি সহনশীল এবং যুক্তিবাদী হিসেবে গড়ে উঠবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চার গুরুত্ব অনেক।