ফুলবাড়ীতে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের উপকরণ বিতরণ

প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদপত্র ও উপকরণ বিতরণ করা হয়েছে। ছবি: সংগৃহীত
প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সনদপত্র ও উপকরণ বিতরণ করা হয়েছে। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদপত্র ও সেলাই উপকরণ বিতরণ করা হয়েছে। বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণের পঞ্চম ও ৬ষ্ঠ ব্যাচের কোর্স সম্পন্নকারী ৫০ জন গ্র্যাজুয়েট নারীর হাতে সনদপত্র ও সেলাই উপকরণ তুলে দেওয়া হয়।

গতকাল বুধবার স্থানীয় আদর্শ কলেজ পাড়ার অবলম্বন প্রকল্পের কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যাক ও সিঙ্গারের যৌথ উদ্যোগে অবলম্বন প্রকল্পের আওতায় নারীদের সনদপত্র ও সেলাই উপকরণ দেওয়া হয়েছে।

ব্র্যাকের ওয়াশ প্রোগ্রাম সমন্বয়কারী মশিউর রহমানের সভাপতিত্বে সনদপত্র ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (এসডিপি) ধর্ম নারায়ণ ও বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক শাখা কর্মকর্তা মাহফুজুল রহমান। অনুষ্ঠানে প্রগতির মাইক্রোফিন্যান্স মো. শাহাজাহান, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ব্র্যাকের এসডিপি সাখাওয়াত হোসেন, পিও (সিইপি) মিনহাজুল হায়াৎ, দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রজেক্ট অফিসার রুবেল রানা, প্রশিক্ষক দুলালি পারভিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।