রাজীবপুরে কৃষকদের মাঝে ধানের চারা ও বীজ বিতরণ

রাজিবপুর উপজেলায় কৃষকদের মাঝে চারা বীজ ও সার বিতরণ করা হয়েছে। ছবি: রাহুল সরকার
রাজিবপুর উপজেলায় কৃষকদের মাঝে চারা বীজ ও সার বিতরণ করা হয়েছে। ছবি: রাহুল সরকার

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় সম্প্রতি কৃষকদের মাঝে বিনা মূল্যে আমন ধানের চারা, মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত চারা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুমার প্রণয় বিষাণ দাস।

আলোচনা সভা শেষে উপজেলার ১০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মাষকলাইয়ের বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার ও ৫০ জন কৃষকে এক বিঘা জমিতে রোপণের জন্য আমন ধানের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাজীবপুর উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের প্রণোদনা গ্রহণকারী কৃষকেরা উপস্থিত ছিলেন।