ফুলবাড়ীতে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন শিবনগর ইউনিয়ন

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন সাবেক মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার। ছবি: প্লাবন শুভ
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন সাবেক মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার। ছবি: প্লাবন শুভ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়েছে শিবনগর ইউনিয়ন।

আজ রোববার ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত খেলায় শিবনগর ইউনিয়ন ১-০ গোলে দৌলতপুর ইউনিয়নকে পরাজিত করে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ফিজার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সাবেক মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, খেলাধুলা করলে মনে প্রশান্তি বাড়ে। অশুভ চিন্তাচেতনা দুর হয়ে যায়। সমাজ অবক্ষয়মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নাই। মুক্তিযুদ্ধ ও অসম্প্রদায়িকতার চেতনা সৃষ্টিতে তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে হাতিয়ার করে তুলতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ইউপি) মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নজমুল হক।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মাস্টার, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, উপজেলা একাডেমি সুপার ভাইজার শফিকুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সবুজ, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমিত শীল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি এসএম নাসিম মাহমুদ প্রমুখ।