নওগাঁয় ৭ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড প্রদানসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নওগাঁর শিক্ষকেরা। ছবি: শহিদুল ইসলাম
প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড প্রদানসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নওগাঁর শিক্ষকেরা। ছবি: শহিদুল ইসলাম

নওগাঁয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড প্রদানসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তারা সাত দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পরে শিক্ষকেরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আজ বৃহস্পতিবার বেলা ৪টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও জেলা শাখার সভাপতি জাহিদ রব্বানী, সদর উপজেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ রানা সুমন, মহিলা বিষয়ক সম্পাদক আসমাউল হুসনা, পৌর শাখার সহসভাপতি রফিকুল ইসলাম, তারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক হারুনুর রশীদ, জাহিদ রব্বানী ও তাহেরা খাতুন প্রমুখ বক্তব্য রাখন। মানববন্ধনে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন।